প্রায় ৫ বছর আগে আমরা একটা সহজ লক্ষ্য নিয়ে WhatsApp এর যাত্রা শুরু করেছিলাম: এমন একটি প্রোডাক্ট বানানো যা পৃথিবীর সবাই ব্যবহার করবে। অন্য কিছু আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না।
আজ আমরা ফেসবুকের সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করছি যা আমাদের সেই সহজ মিশন চালিয়ে যেতে সাহায্য করবে। এটি WhatsApp কে আরও বড় ও প্রসারিত হতে সাহায্য করবে, সাথে সাথে আমাকে, ব্রায়ানকে এবং বাকি টীমকে একটি দ্রুত, সাশ্রয়ী ও ব্যক্তিগত যোগাযোগের সেবা তৈরি করার জন্য আরও সময় দেবে।
আপনি, আমাদের ব্যবহারকারীদের জন্য যা পরিবর্তিত হবে: কিছুই না।
WhatsApp স্বশাসিত থাকবে এবং স্বাধীনভাবে কাজ করবে। আপনি নামমাত্র মূল্যে এই সেবা ব্যবহার চালিয়ে যেতে পারবেন। পৃথিবীর যেখানেই থাকুন না কেন অথবা যেই স্মার্ট ফোনই আপনি ব্যবহার করেন না কেন, আপনি WhatsApp ব্যবহার চালিয়ে যেতে পারবেন। এবং আগের মতই যোগাযোগের সময়ে কোন বিজ্ঞাপনের বিরক্ত করা ছাড়াই। আমাদের পণ্য সংক্রান্ত যেসব বিষয়ে আমরা প্রচণ্ড বিশ্বাস করি, যেগুলো আমাদের কোম্পানিকে সংজ্ঞায়িত করে সেগুলোতে যদি কোন মতের অমিল থাকত তবে এই অংশীদারিত্ব কখনই হওয়া সম্ভব ছিল না।
ব্যক্তিগতভাবে ব্রায়ান আর আমি এমন একটি ছোট টীমের সদস্য হতে পেরে গর্বিত যারা মাত্র ৫ বছরের মধ্যেই এমন একটি সেবা তৈরি করেছে যেটি প্রতি মাসে ৪৫০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী এবং ৩২০ মিলিয়নেরও বেশি দৈনিক ব্যবহারকারীদেরকে সাপোর্ট করে। একবিংশ শতাব্দীর যোগাযোগ ব্যবস্থাকে নতুন রূপ দিয়েছে এবং নিঃসন্দেহে বিপ্লব ঘটিয়েছে, এবং যার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।
আমাদের টিম সবসময় বিশ্বাস করে যে খরচ এবং দূরত্ব কখনোই তাদের বন্ধুদের এবং প্রিয়জনের সঙ্গে সংযুক্ত হওয়ার পথে বাধা হওয়া উচিত না, থেকে বিরত এবং যতক্ষণ পর্যন্ত সব যায়গার সবাই এই সুযোগ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাবে। আমাদের এগিয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গী হওয়ার জন্য, এই পরবর্তী অধ্যায় সম্ভব করার জন্য আমাদের সকল ব্যবহারকারী এবং আমাদের প্রিয়জনকে ধন্যবাদ জানাতে চাই।