৫ জানুয়ারি, ২০২৩
যারা WhatsApp ব্যবহার করেন তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! আমরা যেভাবে ব্যক্তিগত টেক্সট বা কলের মাধ্যমে ২০২৩ সালের শুরুর মুহূর্তটাকে উদযাপন করেছি, তেমনি অনেক লোক আছে যারা ইন্টারনেট বন্ধ থাকার কারণে তাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারছেন না সেই বিষয়টির দিকে আমাদের নজর রয়েছে।
সাহায্য করতে, আজকে আমরা সারা বিশ্বে WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রক্সি সহায়তা চালু করছি। এর অর্থ হলো যে লোকজনের সংযোগ ব্লক বা বিঘ্নিত হয়ে থাকলে, তারা যাতে WhatsApp অ্যাক্সেস করা চালিয়ে যেতে পারেন তার জন্য তাদের বিশেষ সুবিধা দিচ্ছি।
একটি প্রক্সি বেছে নিলে আপনি মানুষকে অবাধে যোগাযোগ করতে সাহায্য করার জন্য বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবক এবং সংস্থাগুলির সেট আপ করা সার্ভারগুলির মাধ্যমে WhatsApp-এর সাথে কানেক্ট করতে পারবেন৷ আপনি অন্যদের কনেক্ট করতে সাহায্য করতে পারবেন কি না, আপনি কীভাবে একটি প্রক্সি সেট আপ করবেন তা এখানে জানতে পারবেন।
প্রক্সির মাধ্যমে কানেক্ট করা হলেও তা WhatsApp-এর সরবরাহ করা উচ্চ স্তরের গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রাখে। আপনার ব্যক্তিগত মেসেজ এখনও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেডের মাধ্যমে সুরক্ষিত থাকবে — এটি নিশ্চিত করে যে, ব্যক্তিগত মেসেজগুলো আপনার এবং আপনি যার সাথে যোগাযোগ করছেন তার মধ্যেই থাকবে এবং মাঝখানে অন্য কেউ এমনকি প্রক্সি সার্ভার, WhatsApp বা Meta-ও তা দেখতে পারবে না।
ইন্টারনেট বন্ধ হওয়ার মতো ঘটনা কখনই যেন না ঘটে 2023-এ এটাই আমাদের কামনা। মানুষের মানবাধিকার অস্বীকার করা এবং জরুরি সাহায্য পাওয়া থেকে মানুষকে বাধাঁ দেওয়ার মতন ঘটনা আমারা ইরানে কয়েক মাস ধরে দেখেছি। শাটডাউনের ঘটনা চলতে থাকলেও, যেখানে নিরাপদ এবং নির্ভরযোগ্য যোগাযোগের প্রয়োজন সেখানে এই সমাধানটি লোকজনকে সাহায্য করবে বলে আমরা আশা করি৷
যারা আমাদের অ্যাপের সাম্প্রতিকতম ভার্সন ব্যবহার করছেন তারা প্রত্যেকেই সেটিংস মেনুতে উপলব্ধ এই বিকল্পটি পাবেন। কীভাবে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করবেন সেই বিষয়ে এখানে আরও তথ্য দেওয়া হয়েছে।
৫ জানুয়ারি, ২০২৩
যদিও সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য প্রাইভেট ও নিরাপদ মেসেজিং নিয়ে আসার জন্য WhatsApp সর্বাধিক পরিচিত, তবে আরও বেশি লোকজন ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করার জন্য WhatsApp ব্যবহার করছেন। এই কারণে এই বছরে আমরা WhatsApp কলিংয়ের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা চালু করেছি, যার মাধ্যমে আপনি প্রিয়জন, সহকর্মী ও কমিউনিটির সাথে নিরাপদে যোগাযোগ করতে পারবেন।
কলে গ্রুপ হিসেবে ভালোভাবে যোগাযোগ করার জন্য আমরা নতুন বৈশিষ্ট্য চালু করেছি:
এছাড়াও, আরও নির্বিঘ্নে কলের অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা ডিজাইনও পরিবর্তন করেছি:
লোকজনের গোপনীয়তা ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে WhatsApp-এ ডিফল্টভাবে সর্বদা সব কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
আমরা আগামী বছরেও উন্নতি করা জারি রাখব, আমরা ভালো গুণমান বজায় রাখা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে WhatsApp-এ প্রাইভেট কলিংয়ে সাহায্য করা চালিয়ে যাচ্ছি।
14 ডিসেম্বর, 2022
WhatsApp-এ অবতার এনে আজ আমরা আনন্দিত, নিজেকে প্রকাশ করার একটি নতুন এবং ব্যক্তিগত উপায়।
আপনার অবতার হল আপনার একটি ডিজিটাল সংস্করণ, যা কোটি কোটি বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল, মুখের আকৃতি ও পোশাক-পরিচ্ছদ মিলিয়ে তৈরি করা যাবে। WhatsApp-এ এখন আপনি আপনার প্রোফাইল ফটো হিসেবে আপনার ব্যক্তিগত অবতার ব্যবহার করতে পারেন বা বিভিন্ন আবেগ ও ক্রিয়াকলাপ দেখাচ্ছে এমন 36 কাস্টম স্টিকারের মধ্যে থেকে একটি স্টিকার বেছে নিতে পারেন।
বন্ধু ও পরিবারের সাথে অনুভূতি শেয়ার করার দ্রুত ও মজাদার উপায় হল অবতার পাঠানো। এছাড়াও, আপনার নিজের ফটো ব্যবহার না করে নিজেকে প্রকাশ করার এটি একটি দারুণ উপায়, এতে আরও ব্যক্তিগত অনুভূতি আছে।
অনেক লোক প্রথমবার একটি অবতার তৈরি করবেন এবং আমরা আলো, শেডিং, চুলের স্টাইল টেক্সচার এবং আরও অনেক কিছু সহ উন্নত স্টাইল সরবরাহ করতে থাকব যা সময়ের সাথে সাথে অবতারগুলিকে আরও ভাল করে তুলবে৷
আমরা আশা করি আপনি আপনার অবতার তৈরি ও শেয়ার করে আনন্দ পাবেন, যা আজ থেজে সব জায়গার ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
৭ ডিসেম্বর, ২০২২
WhatsApp-এ কোনো বিজনেস খুঁজতে, বিজনেসকে মেসেজ পাঠাতে বা এর থেকে কোনও কিছু কিনতে লোকজনকে সাহায্য করার জন্য আমরা যেভাবে এই প্ল্যাটফর্মটিকে বানাচ্ছি, আজ আমরা সেই সম্পর্কে একটি আপডেট শেয়ার করছি। আমাদের টিম আজ ব্রাজিলে রয়েছে, যেখানে আমরা সম্পূর্ণ কেনাকাটার অভিজ্ঞতা সরাসরি একটি WhatsApp চ্যাটে নিয়ে আসার বিষয়ে আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছি।
লোকজন বর্তমানে WhatsApp-এ থাকা কয়েক লক্ষ ছোট বিজনেস এবং কয়েক হাজার ব্র্যান্ডের থেকে দ্রুত সহায়তা পেতে একটি সুবিধাজনক উপায় চান৷ আজ আমরা WhatsApp-এ সরাসরি কোনো বিজনেস খোঁজার ফিচারটি চালু করছি, যাতে লোকজন এখন ক্যাটাগরি অনুসারে ব্যবসা ব্রাউজ করতে পারেন – যেমন ভ্রমণ বা ব্যাঙ্কিং – বা বিজনেসের নাম দিয়ে খুঁজতে পারেন। এটি লোকেদেরকে ওয়েবসাইট থেকে ফোন নম্বর খুঁজে বের করা বা তাদের পরিচিতি ফিচারে নম্বর টাইপ করা থেকে বাঁচাবে।
আমরা বিজনেস খুঁজুন বিকল্পটিকে এমনভাবে তৈরি করেছি যা লোকজনের প্রাইভেসি রক্ষা করে। আপনি যা খোঁজেন তা এমনভাবে প্রক্রিয়া করা হয় যেটিকে আপনার অ্যাকাউন্টের সাথে আবার লিঙ্ক করা যায় না। শুরু করার জন্য, আমরা ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং যুক্তরাজ্যে বিজনেস খুঁজুন ফিচারটি নিয়ে আসছি, যেখানে লোকজন আমাদের WhatsApp Business প্ল্যাটফর্ম ব্যবহার করে কোম্পানি খুঁজে পেতে পারেন। ব্রাজিলে, 'খুঁজুন' ফিচারটি লোকজনের পাশাপাশি ছোট বিজনেসগুলোকেও খুঁজে পেতে সহায়তা করবে৷
আরও বেশি বিজনেস WhatsApp ব্যবহার করলেও, আমাদের প্রথম নীতি হলো লোকজনের কথোপকথন তাদের নিয়ন্ত্রণে রাখা। WhatsApp-এর জন্য এই অধিকার পাওয়া ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমাদের উপর নির্ভরশীল ব্যক্তি এবং ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। WhatsApp-এ যোগদান করা সাম্প্রতিক কিছু বিজনেস, লোকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, মেট্রো টিকিট কাটতে এবং মুদির জিনিসপত্র অর্ডার করতে সাহায্য করছে।
সর্বশেষে, লোকজন যাতে তাদের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে চ্যাট থেকে একটি নিরাপদ পেমেন্ট করতে পারে আমরা সেটিই চাই। আমরা বর্তমানেভারতে এই পরিষেবা চালু করেছি এবং এখন আমরা একাধিক পেমেন্ট পার্টনারের সাথে ব্রাজিলে এটি পরীক্ষা করার জন্য আগ্রহী। এই নির্ঝঞ্জাট চেকআউট অভিজ্ঞতা এমন ব্যক্তি এবং বিজনেসের জন্য একটি গেম-চেঞ্জার হবে যারা কোনো ওয়েবসাইটে না গিয়ে কোনো অ্যাপ না খুলে এবং ব্যক্তিগতভাবে পেমেন্ট না করে WhatsApp-এ বেচা-কেনা করতে চাইছেন।
এই নতুন অভিজ্ঞতা লোকজনের নিজেদের পছন্দসই ব্যবসার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে WhatsApp-কে সব থেকে ভালো উপায় বানানোর অংশ। আমরা আপনার ফিডব্যাকের অপেক্ষায় আছি।
17 নভেম্বর, 2022
As we shared earlier this year, we’ve been hard at work building Communities, a major update to how people will be able to connect on WhatsApp in the groups that matter to them. Today, we’re excited to announce we’ve started to roll out Communities on WhatsApp globally and this will be available to everyone over the next few months.
Communities like neighborhoods, parents at a school, and workplaces can now connect multiple groups together under one umbrella to organize group conversations on WhatsApp. To get started, tap on the new communities tab at the top of your chats on Android and at the bottom on iOS. From there you can start a new Community from scratch or add existing groups.
Once you’re in a community, you can easily switch between available groups to get the information you need, when you need it, and admins can send important updates to everyone in the Community
With Communities, we’re aiming to raise the bar for how organizations communicate with a level of privacy and security not found anywhere else. The alternatives available today require trusting apps or software companies with a copy of their messages - and we think they deserve the higher level of security provided by end-to-end encryption.
Today we’re also releasing three more features we think users will be excited about: the ability to create in-chat polls, 32 person video calling, and groups with up to 1024 users. Just like emoji reactions, larger file sharing, and admin delete, these features can be used in any group but will be particularly helpful for Communities.
We’ve been working with over 50 organizations in 15 countries to build Communities to meet their needs. We’re excited that the feedback we’ve heard so far is these new tools are helping groups like these better organize and achieve their goals. There’s a lot more we plan to build and we’ll keep adding features over the coming months. For now, we’re excited to get this into more people’s hands and hear your feedback too.
November 3, 2022
At WhatsApp, Privacy is in our DNA, and we will never stop building new ways to protect your personal conversations. We believe messaging and calling should always be as private and secure as having face-to-face conversations. Kind of like if two people were talking and no one else was around.
WhatsApp protects the personal calls and messages of users with default end-to-end encryption, so no one but the intended recipient can hear or see them. But that is just one important part of protecting your privacy. Over the years, we’ve added new layers of privacy protections to give you multiple ways to secure your messages, including disappearing messages that self-destruct, end-to-end encrypted backups when you want to save your chat history, 2-step verification for added security, and the ability to block and report unwanted chats.
Today, we’re excited to bring several new privacy features that provide even more layers of protection and give you more control over your messages. This is all part of how we work to keep your conversations secure on WhatsApp.
To spread the word about these new layers of protection, we’re also kicking off a campaign to educate people about the new features and our continued commitment to protecting your private conversations on WhatsApp. We hope people enjoy getting to use these new features and benefit from several options that help you keep your messages secure. We look forward to your feedback on what to build next.
August 9, 2022
বিশ্বের মানুষের এবং বাণিজ্য়ের সুবিধার্থে, WhatsApp-এর মাধ্য়মে এখন ব্য়বসার খুঁটিনাটি সম্পন্ন করা হচ্ছে। একটি মম-এন্ড-পপ শপ হোক বা কোনও Fortune 500 কোম্পানি, ছোট-বড় সমস্ত ব্যবসাগুলি আজ তাদের গ্রাহকদের সাহায্য করার জন্য WhatsApp-এর উপর নির্ভর করছে।
যেভাবে WhatsApp সীমানার গন্ডি পেরিয়ে আমাদের প্রিয় মানুষগুলির সাথে অবাধে যোগাযোগ রাখা সম্ভব করে তুলেছে, ঠিক সেভাবেই একটি ব্য়বসার সাথে যোগাযোগ করার কঠিন অভিজ্ঞতাকে অতীতে ফেলে আমরাও এগিয়ে যেতে চাইছি। এর অর্থ হল, আর হোল্ডে অপেক্ষা করা নয়, ভগ্ন ওয়েবসাইটে আটকে থাকা বা কোনও ব্ল্য়াক বক্সে ইমেল পাঠিয়ে তা কখনও পড়া হবে কিনা চিন্তা করা নয়।
আজ পর্যন্ত আমরা কয়েক লক্ষ ব্যবসা WhatsApp-এর মাধ্যমে আরও উন্নত করতে সাহায্য করেছি। যে সমস্ত ব্য়বসাগুলি তাদের গ্রাহকদের সাথে যোগাযোগের জন্য় একটি দ্রুত, সুবিধাজনক এবং নির্ভরযোগ্য় রাস্তা খুঁজছে তাদের কাছে WhatsApp উপলভ্য করাই হল আমাদের পরবর্তী পদক্ষেপ।
আজ আমরা Meta দ্বারা প্রদত্ত বিনামূল্যে, সুরক্ষিত ক্লাউড হোস্টিং পরিষেবার মাধ্যমে বিশ্বের যেকোনও আকারের যেকোনও ব্যবসার জন্য WhatsApp উপলভ্য করার মত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছি। এই নতুন API-এর সাহায্য়ে আমরা স্টার্ট-আপের সময় কমিয়ে মাসের পরিবর্তে কয়েক মিনিটে নিয়ে এসেছি যার ফলে ব্য়বসায়ী সংগঠনগুলি ও ডেভেলপাররা দ্রুত এবং অতিসহজেই আমাদের পরিষেবা অ্যাক্সেস করতে পারে, সরাসরি WhatsApp-এ তাদের অভিজ্ঞতাকে কাস্টমাইজ করতে পারে এবং যে গতিতে তারা গ্রাহকদের উত্তর দিতে চায় তা আরও বাড়িয়ে তুলতে পারে। এই পরিষেবাগুলি আমাদের পার্টনারদের সার্ভারের ব্য়য়বহুল খরচের হাত থেকে মুক্তি দেবে এবং নতুন বৈশিষ্ট্যগুলি ব্য়বহার করতে সঙ্গে সঙ্গে অ্যাক্সেস দেবে। ব্য়বসাগুলি সরাসরি সাইন-আপ করে অথবা আমাদের বিজনেস সল্যুশন প্রোভাইডারের সাথে কাজ করে শুরু করতে পারে।
বছরের পর বছর ধরে আমরা দেখেছি WhatsApp ব্য়বহার করা ছোট ব্যবসাগুলি কীভাবে উন্নতি করবে এবং আমরা তাদের অতিরিক্ত সাধনী দিয়ে সহায়তা করতে চাই। হয়তো কেউ কেউ ক্লাউড-ভিত্তিক API ব্যবহার করতে চাইবে যদিও অনেকেই WhatsApp বিজনেস অ্যাপ ব্যবহার করা চালিয়ে যাবে বলে আশা করা যায়। এই সমস্ত ব্য়বসাগুলি যাতে মুষ্টিমেয় কয়েকজনকে ছাড়িয়ে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে নিজেদের ব্য়বসা তুলে ধরতে পারে এবং অনলাইনে তাদের ব্র্যান্ড প্রসারিত করতে পারে সেই লক্ষ্য়ে আমরা আরও উন্নততর বৈশিষ্ট্যের উপর কাজ করে চলেছি - যেমন ১০টি ডিভাইসে চ্যাট পরিচালনা করার সুবিধা পাওয়া যার ফলে চ্যাটের প্রবাহ আরও ভালোভাবে পরিচালনা করা যাবে। আমরা নতুন কাস্টমাইজযোগ্য় WhatsApp ক্লিক-টু-চ্যাট লিঙ্কগুলিও প্রদান করব যাতে ব্যবসাগুলি তাদের অনলাইন উপস্থিতির মাধ্য়মে গ্রাহকদের আকর্ষণ করতে পারে। আমরা এগুলি WhatsApp বিজনেস অ্যাপে একটি অতিরিক্ত, ঐচ্ছিক বৈশিষ্ট্য স্বরূপ নতুন প্রিমিয়াম পরিষেবার অংশ হিসেবে কিছু মূল্য়ের বিনিময়ে প্রদান করার পরিকল্পনা করছি। ভবিষ্য়তে আমরা আরও তথ্য়ের মাধ্য়মে বিস্তারিত জানাবো।
ব্য়বসাগুলিকে এইসব নতুন উপায়ে সহায়তা প্রদান করার পাশাপাশি আমাদের ব্য়ক্তি থেকে ব্য়বসার কথোপকথনের গুণমান কিন্তু এখনও পরিবর্তন হয়নি। আপনি কোন ব্যবসার সাথে চ্যাট করবেন সেটির নিয়ন্ত্রণ আপনা হাতেই রয়েছে এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য় অনুমতি না পাওয়া আবধি কোনও ব্যবসা আপনাকে মেসেজ পাঠাতে পারে না।
আমরা আশা করি মানুষ WhatsApp-এ তাদের প্রিয় ব্যবসার সাথে চ্যাট করার সুবিধা উপভোগ করবে এবং আমরাও কীভাবে নতুন ব্যবসা তৈরি হয়, বেড়ে ওঠে এবং উন্নতি লাভ করে তা শোনার জন্য অধীর আগ্রহে বসে রইলাম।
১৯ মে ২০২২
স্কিন টোন সিলেক্টর সমেত একটি সম্পূর্ণ ইমোজি কীবোর্ডের সাহায্যে WhatsApp-এ চ্যাটের সময়ে প্রতিক্রিয়া জানানোর ফিচার আগের থেকেও ভালো হয়ে উঠেছে। আপনারা এবার থেকে পরিবার ও বন্ধুদের সাথে চ্যাট করার সময়ে নিজের ভাবনাকে আরও বিভিন্ন ভাবে ব্যক্ত করতে পারবেন।
WhatsApp এ কমিউনিটি নিয়ে আমরা আমাদের লক্ষ্যের বিষয়ে গতমাসে যা ঘোষণা করেছিলাম সেই মতো, আমরা এখন প্রতিষ্ঠান, ব্যবসা এবং অন্য ঘনিষ্ঠ গ্রুপ যাতে WhatsApp এ নিরাপদে কথাবার্তা বলতে পারে এবং নিজেদের কাজ করে নিতে পারে তার জন্য কাজ করছি। আমরা এখন পর্যন্ত খুবই ইতিবাচক ফিডব্যাক পেয়েছি এবং আমরা আপনাদের হাতে অনেক নতুন ফিচার তুলে দিতে চলেছি।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, সাম্প্রতিক সংস্করণের অ্যাপটিতে এখন ইমোজি প্রতিক্রিয়া উপলভ্য রয়েছে। প্রতিক্রিয়া হল মজাদার, দ্রুত এবং গ্রুপের লোড না বাড়াতে সাহায্য করে। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের অভিব্যক্তি যোগ করে আমরা এইগুলিকে আরও উন্নত করতে থাকব।
তাছাড়া, আপনি এখন WhatsApp এর মধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিতভাবে একবারে ২GB ফাইল পাঠাতে পারবেন। ১০০MB এর পুরনো লিমিট থেকে বাড়িয়ে এই নতুন লিমিট করা হয়েছে এবং আমরা মনে করি ছোট ব্যবসা ও স্কুলের গ্রুপগুলিকে নিজেদের মধ্যে সহযোগিতা করতে তা সাহায্য করবে। বড় ফাইল ট্র্যান্সফারের ক্ষেত্রে আমরা WiFi ব্যবহার করার পরামর্শ দিচ্ছি এবং আপলোড অথবা ডাউনলোড করার সময় আমরা একটি কাউন্টার দেখাবো যা থেকে আপনি ট্র্যান্সফার হতে কত সময় লাগবে তা জানতে পারবেন।
আমরা সবথেকে বেশি যে অনুরোধটি সবসময়ে পেয়ে এসেছি তা হল চ্যাটে আরও বেশিজনকে যোগ করতে পারার সুবিধা নিয়ে আসা,আর তাই আমরা এখন ধীরে ধীরে গ্রুপে সর্বাধিক ৫১২ জনকে যোগ করার সুবিধা নিয়ে আসছি। ব্যক্তিগত, নিরাপদ ও সুরক্ষিত কমিউনিটি গড়ে তুলতে পরিশ্রম করতে হয় এবং আমরা মনে করি এই অনেকগুলি উন্নতি মানুষজন ও গ্রুপকে একে অপরের কাছে থাকতে সাহায্য করবে।
আমরা আশা রাখি আপনারা এই আপডেটগুলিকে উপভোগ করবেন এবং সারা বছর ধরে আরও অনেক আপডেট নিয়ে আশার অপেক্ষায় রইলাম।
সাম্প্রতিক আপডেট: জুলাই ১১, ২০২২
৫ মে, ২০২২
কমিউনিটি নামের নতুন যে ফিচার আমরা WhatsApp-এ যোগ করছি তা নিয়ে আজ আমরা আমাদের ভিশন শেয়ার করতে পেরে আনন্দিত। ২০০৯ সালে WhatsApp লঞ্চ হওয়ার পর থেকেই আমরা এই বিষয়টিতে ফোকাস করেছি যে, কোনও ব্যক্তি অথবা বন্ধুবান্ধব অথবা পারিবারিক গ্রুপের সাথে কথা বলার সময়ে আমরা ব্যবহারকারীদের কথোপকথনকে সাবলীল করতে সবথেকে সেরা কী ফিচার নিয়ে আসতে পারি। আমরা মাঝেমধ্যেই এমন ব্যক্তিদের কাছ থেকে মতামত পাই যারা কোনও কমিউনিটিতে একে অপরের মধ্যে কথোপকথন চালাতে এবং যোগাযোগ স্থাপন করতে WhatsApp ব্যবহার করেন।
স্কুল, স্থানীয় ক্লাব এবং অলাভজনক সংস্থার মতো প্রতিষ্ঠানগুলি এখন নিরাপদে কথোপকথন চালাতে ও প্রয়োজনীয় কাজ সারতে WhatsApp-এর উপরে নির্ভর করে, বিশেষ করে অতিমারির সময়ে একে অপরের থেকে দূরে থেকেও কীভাবে একসাথে কাজ করা যায় তার অভিনব পন্থা আমার সবাই খুঁজতে বাধ্য হয়েছি। আমাদের পাওয়া প্রচুর মতামতের উপরে নির্ভর করে আমরা বলতে পারি যে, এই ধরনের ব্যস্ত গ্রুপগুলির মধ্যে হওয়া কথোপকথনগুলির, ঠিক মতো ব্যবস্থাপনায় সাহায্য করতে আমরা অনেক কিছুই করতে পারি।
আর তাই আমরা নিয়ে এসেছি কমিউনিটি। WhatsApp-এ কমিউনিটি, ব্যবহারকারীদের পছন্দমতো পরিকাঠামো ব্যবহার করে এক ছাতার তলায় বিভিন্ন গ্রুপ নিয়ে আসতে সাহায্য করবে। এইভাবে, সমগ্র কমিউনিটিতে পাঠানো আপডেট পেতে পারবেন এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ অপেক্ষাকৃত ছোট আলোচনা গ্রুপ সহজেই ব্যবস্থাপনা করতে পারবেন। কমিউনিটিতে, সবাইকে পাঠানো অ্যানাউন্সমেন্ট মেসেজ এবং কোন গ্রুপগুলিকে যোগ করা যাবে তার উপরে নিয়ন্ত্রণ সমেত অ্যাডমিনদের জন্য শক্তিশালী নতুন টুলও থাকবে।
আমরা মনে করি যে, একজন স্কুল প্রিন্সিপ্যালের কাছে বাচ্ছাদের অভিভাবকদের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে ও নির্দিষ্ট ক্লাস, পাঠ্য বহির্ভূত অ্যাক্টিভিটি অথবা ভলিন্টিয়ার নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়ে গ্রুপ সেট আপ করতে, স্কুলের সকল অভিভাবককে একজায়গায় করার কাজ কমিউনিটি সহজ করে দেবে।
WhatsApp-এ গ্রুপ কীভাবে কাজ করে সেই নিয়ে আমরা বেশ কিছু উন্নতি করেছি, তা সে কমিউনিটির অংশ হোক বা নাই হোক। আমরা মনে করি যে, এইগুলি মানুষদের নতুন পদ্ধতিতে শেয়ার করতে সাহায্য করবে এবং অপেক্ষাকৃত বড় আকারের চ্যাটগুলিতে ওভারলোড কমাবে। এই ফিচারগুলি আগামী সপ্তাহগুলিতে চলে আসবে তাই কমিউনিটি তৈরি হওয়ার আগেই লোকজন এইগুলি ব্যবহার করে দেখতে পারবেন।
কমিউনিটিগুলি চরিত্রগতভাবেই ব্যক্তিগত, আর তাই আমরা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে মেসেজ সুরক্ষিত রাখা অবিরত রাখব। আমাদের গোপনীয়তা ও নিরাপত্তা, সুরক্ষিত রাখতে এই নিরাপত্তা প্রযুক্তি এর আগে এতটা প্রয়োজনীয় কখনই ছিল না। একেবারে নিকট গ্রুপ - স্কুল, ধর্মীয় সংগঠনের সদস্যরা, এমনকি বিজনেসগুলি - ভীষণভাবে চায় যে তারা যেন নিরাপদভাবে ও ব্যক্তিগতভাবে কথোপকথন চালাতে পারে, যেখানে WhatsApp তাদের লেখা প্রত্যেকটি শব্দের উপরে নজর রাখছে না। কমিউনিটির জন্য আমরা গোপনীয়তা, সুরক্ষা ও নিরাপত্তার বিষয় কেমনভাবে সুনিশ্চিত করতে চলেছি তা এখানে আরও বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন।
অন্যান্য অ্যাপগুলি যেখানে হাজার হাজার মানুষের জন্য চ্যাটের বিকাশ করছে, সেখানে আমরা সেই সব গ্রুপগুলিকে সহায়তা যোগানোর উপর মনোযোগ দিচ্ছি যারা আমাদের নিত্যদিনের অংশ। WhatsApp-এ কমিউনিটি ফিচার নিয়ে আসার ক্ষেত্রে আমরা শুরুর দিকে রয়েছি এবং আগামী বছরে তাদের জন্য নতুন ফিচার তৈরি করার উপরে আমরা খুবই মনোযোগ দেবো। আপনাদের হাতে কমিউনিটি তুলে দেওয়ার সময় এসে গিয়েছে এবং আমরা আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকব।
১৪ এপ্রিল ২০২২
২০১৩ সালে আমরা যখন প্রথমবার ভয়েস মেসেজিং লঞ্চ করেছিলাম তখনই আমরা জানতাম যে, আমরা যেভাবে একে অপরের সাথে কথাবার্তা বলি তাতে এটি পরিবর্তন নিয়ে আসবে। সাধারণ ডিজাইনের সৌজন্যে, ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠানো টেক্সট লিখে পাঠানোর মতোই দ্রুত ও সহজ। WhatsApp-এ প্রতিদিন, আমাদের ব্যবহারকারীরা গড়ে ৭ বিলিয়ন ভয়েস মেসেজ পাঠান, সবগুলিই সবসময়ে ব্যক্তিগত ও নিরাপদ রাখতে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা থাকে।
আজ আমরা আনন্দের সাথে নতুন ফিচারের ঘোষণা করছি যা WhatsApp-এ ভয়েস মেসেজের অভিজ্ঞতাকে আরও উন্নত করছে। এর মধ্যে রয়েছে:
ভয়েস মেসেজের সৌজন্যে, সকলে দ্রুত ও সহজে আরও ভালো ভাবে একে অপরের সাথে কথোপকথন চালাতে পারেন। টেক্সটের তুলনায় ভয়েসের মাধ্যমে আবেগ বা আনন্দ প্রকাশ করা বেশি স্বাভাবিক এবং বিভিন্ন পরিস্থিতে WhatsApp-এ কথোপকথনের পছন্দের মাধ্যম হল ভয়েস মেসেজ। এটি যেকেউ সহজেই ব্যবহার করতে পারেন - আপনার পরিবারের সদস্যরা যারা টাইপ করতে পছন্দ করেন না, আপনার বন্ধুরা যারা স্টোরি বলতে ভালোবাসেন, আপনার সহকর্মীরা যাদের অনুপ্রেরণামূলক কথাবার্তার প্রয়োজন অথবা যখন এক দীর্ঘ দিনের শেষে আপনি আপনার জীবনসঙ্গীর ভয়েস শুনতে চান।
আগামী সপ্তাহগুলিতে এই ফিচারগুলি আসতে চলছে, আমরা আনন্দিত যে ব্যবহারকারীরা এইগুলি ব্যবহার করে দেখতে পারবেন।
মার্চ ৩০, ২০২২