২০শে সেপ্টেম্বর, ২০২৩
আজ মুম্বাইয়ে আমাদের গ্লোবাল কনভারসেশন ইভেন্টে, আমরা WhatsApp চ্যাটের মাধ্যমে ব্যবসায়ীদের বিভিন্ন কাজ আরও দ্রুত করতে বেশ কিছু নতুন ফিচার চালু করছি।
খুব সহজে আরও দ্রুত চ্যাটের অভিজ্ঞতা
আমরা Flows (ফ্লোজ) চালু করছি, যার মাধ্যমে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তার গ্রাহকদের ট্রেনের সীট বেছে নেওয়া, দুপুরের খাবার বুক করা বা কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করার মতো সুবিধা দিতে পারে - আর এ সব আপনার চ্যাট থেকে না বেরিয়েই করতে পারবেন। Flows-এর মাধ্যমে ব্যবসায়ীরা বিভিন্ন রকমের চাহিদা পূরণ করতে উন্নত মেনু এবং কাস্টমাইজ করা ফর্ম প্রদান করতে পারবে। আগামী কয়েক সপ্তাহে, সারা বিশ্বে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান WhatsApp বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে Flows ব্যবহার করতে পারবে।
নিজের পেমেন্টের পরিষেবা বেছে নিন
আমরা সরাসরি চ্যাটেই কেনাকাটা করা ক্রমশ সহজে করে চলেছি। আজ থেকে ভারতের ইউজাররা তাদের কার্টে বিভিন্ন সামগ্রী যোগ করে সকল সমর্থিত UPI অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড ও অন্যান্য পেমেন্ট পদ্ধতির মধ্য থেকে তাদের পছন্দসই পেমেন্ট পদ্ধতি দিয়ে পেমেন্ট করতে পারবেন। কাউকে মেসেজ পাঠানোর মতোই, সহজে কাউকে পেমেন্ট করার সুবিধা প্রদান করতে Razorpay ও PayU -এর মতো অংশীদারদের সাথে কাজ করতে আমরা খুবই উৎসাহিত।
WhatsApp-এ Meta Verified বিজনেস
ব্যবসাগুলো এটি ব্যবহার করার সময় অপরপক্ষকে Meta-র ভেরিফিকেশনের মাধ্যমে যাচাই করতে পারবে, যাতে তিনি এই ব্যাপারে নিশ্চিত হন যে তিনি সঠিক ব্যক্তির সাথে চ্যাট করছেন। Meta Verified হতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানদের Meta-কে তাদের সততার প্রমাণ দিতে হয় এবং এর পরিবর্তে তারা ভেরিফাইড ব্যাজ, উন্নতমানের অ্যাকাউন্ট সহায়তা ও ছদ্মবেশ ধারণ করে প্রতারণা থেকে সুরক্ষা পাবে। যে সকল ব্যবসায়ীরা সাইন আপ করতে আগ্রহী তাদের এটাও জেনে রাখা ভালো যে Meta Verified-এর সাথে তারা কিছু অতিরিক্ত প্রিমিয়াম ফিচার পাবে, যেমন তারা কাস্টম whatsapp পেজ তৈরি করার সুবিধা পাবে, যা সাধারণ ওয়েব সার্চেও দেখা যাবে এবং এটি বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে ফলে তার বিভিন্ন কর্মচারীরা তাদের সময়মতো কাস্টমারদের প্রশ্নের উত্তর দিতে পারবে। ভবিষ্যতে WhatsApp Business প্ল্যাটফর্মে ব্যবসার ক্ষেত্রে এটি চালু করার আগে ছোট ব্যবসা যারা WhatsApp Business অ্যাপ ব্যবহার করছে তাদের জন্য শীঘ্রই Meta Verified পরীক্ষা করা শুরু করব।
বিভিন্ন ব্যবসার খাতিরে নিত্য নতুন এবং কার্যকরী ফিচার তৈরি করতে আমরা সর্বদা উৎসাহিত থাকি, যা ব্যবহার করে তারা তাদের গ্রাহক পরিষেবা এবং তাদের প্রদত্ত অন্যান্য পরিষেবার উন্নতি ঘটাতে পারে এবং এই সকল নতুন আপডেট তাদের কানেকশন, সম্পর্ক গড়ে তুলতে ও অন্যান্য কাজে কীভাবে সাহায্য করছে তা আমরা জানতে উদগ্রীব থাকি।
২০শে সেপ্টেম্বর, ২০২৩
আজ আমরা ১৫০টিরও বেশি দেশে WhatsApp চালু করতে পেরে এবং আপনার কাছে গুরুত্বপূর্ণ এমন আপডেট যাতে ব্যক্তিগতভাবে পেতে পারেন, এমন একটি উপায় সরবরাহ করতে পেরে আনন্দিত। আমরা লক্ষ লক্ষ সংস্থা, স্পোর্টস টিম, শিল্পী ও বুদ্ধিজীবীদের স্বাগত জানাই, যাতে লোকজন তাদের WhatsApp-এই ফলো করতে পারেন।
আপনি চ্যানেলে নতুন হলে, আপনাকে জানাই যে আমাদের লক্ষ্য হলো সবচেয়ে ব্যক্তিগত ব্রডকাস্ট পরিষেবার সুবিধা দেওয়া। চ্যাটের থেকে চ্যানেল আলাদা এবং আপনি কাদের ফলো করবেন তা অন্য কেউ দেখতে পাবেন না। এছাড়াও, আমরা অ্যাডমিন ও ফলোয়ার উভয়েরই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখি।
১০টি দেশ থেকে প্রথম শুরু করার পর আমরা যে ভালো প্রতিক্রিয়া পেয়েছি, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। ক্রমাগত বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে আমরা এই নিচের আপডেটগুলো চালু করতে চলেছি:
সবে শুরু এবং আমরা ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে আরও বৈশিষ্ট্য যোগ করা ও চ্যানেলের বিস্তার করা চালিয়ে যাব। আগামী কিছু মাসে, যে কেউ যাতে চ্যানেল তৈরি করতে পারেন, আমরা তাও সম্ভব করব।
আপনি যদি প্রোডাক্টের আপডেট সম্পর্কে আমাদের কাছ থেকে সরাসরি জানতে চান, তাহলে জানাতে চাই যে আমরা এখন অফিসিয়াল WhatsApp চ্যানেল চালু করেছি যা আপনাকে আমরা কী কী তৈরি করছি সেই সম্পর্কে ওয়াকিবহাল রাখবে।
১৩ই সেপ্টেম্বর, ২০২৩
এই বছরের শুরুতে, আমরা Windows ডেস্কটপের জন্য নতুন WhatsApp অ্যাপ চালু করেছি এবং আমরা এখন Mac ব্যবহারকারীদের জন্য সেই একই উন্নত অভিজ্ঞতা নিয়ে আসছি।
Mac-এর জন্য নতুন WhatsApp অ্যাপ-এর সাহায্যে, এখন আপনি প্রথমবারের মতো আপনার Mac থেকে গ্রুপ কল করতে পারবেন, ভিডিও কলে 8 জন পর্যন্ত এবং অডিও কলে 32 জনের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন আপনি একটি গ্রুপ কল শুরু হওয়ার পরে যোগ দিতে পারেন, আপনার কল ইতিহাস দেখতে পারেন এবং অ্যাপটি বন্ধ থাকা অবস্থায়ও ইনকামিং কলের বিজ্ঞপ্তিগুলি পাওয়া বেছে নিতে পারবেন।
অ্যাপটিকে Mac ব্যবহারকারীদের কাছে পরিচিত করার জন্য নতুনভাবে ডিজাইন করা হয়েছে যা বড় স্ক্রীনে WhatsApp ব্যবহার করার সময় আপনাকে আরও দ্রুত কাজ করতে সহায়তা করে। আপনি একটি চ্যাটে সহজেই ফাইলগুলি টেনে এনে এবং ছেড়ে দেওয়ার মাধ্যমে সেগুলিকে শেয়ার করতে পারেন এবং আপনার চ্যাটের ইতিহাসের বিষয়ে আরও দেখতে পারেন।
যে কোনো ডিভাইসে WhatsApp ব্যবহার করার সময়, Mac-এর জন্য WhatsApp এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ ডিভাইসগুলিতে আপনার নিজের মেসেজ এবং কলগুলিকে ব্যক্তিগত রাখে। নিজের জন্য নতুন অ্যাপটি ব্যবহার করে দেখুন, এখন WhatsApp.com থেকে ডাউনলোড করার জন্য উপলভ্য আছে এবং শীঘ্রই App Store-এ আসতে চলেছে।
২৯ আগস্ট, ২০২৩
WhatsApp-এ ভয়েস মেসেজ বৈশিষ্ট্যটি ভয়েস শেয়ার করার ক্ষেত্রে একটি দ্রুত আর নিরাপদ উপায় সরবরাহ করে এবং তা লোকজনের যোগাযোগ করার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। আমরা নতুন ইন্সট্যান্ট ভিডিও মেসেজ বৈশিষ্ট্যটি তৈরি করতে পেরে উচ্ছ্বসিত। আপনি এখন চ্যাটে সরাসরি ব্যক্তিগত শর্ট ভিডিও রেকর্ড ও শেয়ার করতে পারবেন।
ভিডিও মেসেজ হলো আপনি ৬০ সেকেন্ড-এর মধ্যে যাই বলতে ও দেখাতে চান, তা দিয়ে চ্যাটে উত্তর দেওয়ার একটি রিয়েল-টাইম উপায়। আমরা মনে করি, ভিডিও দেখে ভালো লাগতে পারে এমন সব আবেগের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করার জন্য এটি একটি মজার উপায় হবে এবং তা কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হোক, জোক শুনে হাসা বা কোনো ভালো খবর যাই হোক না কেন এমন সব কিছু হতে পারে।
ভিডিও মেসেজ পাঠানো, ভয়েস মেসেজ পাঠানোর মতোই সহজ। ভিডিও মোডে পাল্টাতে শুধুমাত্র ট্যাপ করুন এবং ভিডিওটি রেকর্ড করতে ধরে রাখুন। এছাড়াও, আপনি ভিডিও হ্যান্ডস-ফ্রি লক ও রেকর্ড করতে উপরের দিকে সোয়াইপ করতে পারেন। কোনো চ্যাটে ভিডিও খোলা হলে তা অটোমেটিক মিউট অবস্থায় চলতে থাকবে এবং ভিডিওতে ট্যাপ করলে আওয়াজ শোনা যাবে। আপনার মেসেজ নিরাপদ রাখতে, ভিডিও মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত রাখা হয়।
ভিডিও মেসেজ বৈশিষ্ট্যটি চালু হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার কাছে এটি উপলভ্য হবে।
২৭ জুলাই, ২০২৩
আমরা WhatsApp-কে ভালো করে তোলার জন্য যা কিছু করছি তার পিছনে আপনার মেসেজের গোপনীয়তাকে সুরক্ষিত রাখার ইচ্ছা শক্তিই কাজ করছে। আপনার কল ও মেসেজ সুরক্ষিত রাখাই যেহেতু এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মূল উদ্দেশ্য, এই কারণে গোপনীয়তার বিষয়ে গুরুত্ব দিয়ে আমরা অনবরত আরও সুরক্ষা স্তর যোগ করছি। এর মধ্যে রয়েছে সম্প্রতি চালু হওয়া "চ্যাট লক", এটির সাহায্যে সংবেদনশীল চ্যাট সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড দিয়ে চ্যাট লক করা যায়; "সাময়িক মেসেজ" যা অদৃশ্য হয়ে যায়; "একবার দেখা" বৈশিষ্ট্য, এর ফলে স্ক্রিনশট নেওয়া যায় না অর্থাৎ স্ক্রিনশট নেওয়া ব্লক হয়ে যায় এবং অনলাইনে আপনার উপস্থিতি গোপনীয় রাখার ক্ষমতা।
আজ, আমরা গোপনীয়তা সংক্রান্ত এই ক্রমবর্ধমান নিরাপত্তা তালিকাতে আরও দুটি নতুন আপডেট যোগ করতে পেরে অত্যন্ত খুশি হয়েছি: এই দুটি হলো অজানা কলারদের সাইলেন্ট করা এবং গোপনীয়তা পরীক্ষা। এই দুটি এখন ব্যবহারকারীদের জন্য উপলভ্য রয়েছে।
আপনার ইনকামিং (আসন্ন) কলে আরও বেশি গোপনীয়তা ও নিয়ন্ত্রণ দেওয়ার জন্য অজানা কলারদের সাইলেন্ট করা বৈশিষ্ট্যটি তৈরি করা হয়েছে। ক্রমবর্ধমান সুরক্ষার কারণে এটি অটোমেটিক স্প্যাম, স্ক্যাম ও অজানা লোকেদের কল শনাক্ত করতে সাহায্য করে। এই কলগুলো আপনার ফোনে রিং হবে না তবে যদি কেউ গুরুত্বপূর্ণ হয়ে থাকেন তাহলে, তা আপনার কল লিস্টে দেখা যাবে।
লোকেরা যাতে এই সম্পর্কে জানতে পারেন, তার জন্য আমরা WhatsApp-এ সুরক্ষার এই বিকল্পগুলো সম্পর্কে সবাইকে জানতে সাহায্য করার জন্য গোপনীয়তা পরীক্ষা শুরু করছি।
এই ধাপে-ধাপে বৈশিষ্ট্যটি আপনাকে সঠিক সুরক্ষা স্তর বেছে নিতে সাহায্য করার জন্য একটিমাত্র জায়গাতেই গুরুত্বপূর্ণ গোপনীয়তা সেটিংসের মাধ্যমে গাইড করে। আপনার গোপনীয়তা সেটিংসে গিয়ে "পরীক্ষা শুরু করুন" বেছে নিলে, তা আপনাকে গোপনীয়তার একাধিক স্তরের মধ্যে দিয়ে নিয়ে যাবে যা আপনার মেসেজের, কলের ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে আরও মজবুত করবে।
আপনার ব্যক্তিগত কথাবার্তাকে নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যোগাযোগ করার জন্য লোকজনের নিরাপদ জায়গার প্রয়োজন আছে। এটি কেন এত গুরুত্বপূর্ণ তা জানতে সাহায্য করার জন্য, আমরা এই মেসেজটি সারা বিশ্বের কাছে কিছু নতুন উপায়ে পরিবেশন করছি। এই সপ্তাহের শুরু থেকেই, আমরা লোকজনকে গোপনীয় মেসেজের মাধ্যমে নিরাপদে একে অপরের সাথে যোগাযোগ করার জন্য উৎসাহিত করছি, যাতে বন্ধুরা ও প্রিয়জনরা জানতে পারেন যে তারা মন খুলে কথা বলতে চাইলে তাদের জন্য একটি নিরাপদ জায়গা রয়েছে।
২০ জুন, ২০২৩
আজ আমরা চ্যানেল চালু করতে পেরে উচ্ছ্বসিত: WhatsApp এর মধ্যেই, লোকজন এবং সংস্থার থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার একটি সহজ, নির্ভরযোগ্য এবং ব্যক্তিগত উপায়। আমরা আপডেটস নামের একটি নতুন ট্যাবে চ্যানেল তৈরি করছি - যেখানে আপনি ফলো করতে পছন্দ করেন এমন স্ট্যাটাস এবং চ্যানেলগুলি পাবেন - যা পরিবার, বন্ধু এবং কমিউনিটির সাথে আপনার চ্যাট থেকে আলাদা।
চ্যানেল হলো অ্যাডমিনদের টেক্সট, ফটো, ভিডিও, স্টিকার এবং জনমত পাঠানোর জন্য ওয়ান-ওয়ে ব্রডকাস্ট টুল। ফলো করার জন্য চ্যানেল বেছে নিতে আপনাকে সাহায্য করার ক্ষেত্রে, আমরা একটি অনুসন্ধানযোগ্য ডিরেক্টরি তৈরি করছি, যেখানে আপনি আপনার শখ, স্পোর্টস টিম, স্থানীয় কর্মকর্তাদের আপডেট এবং আরও অনেক কিছু খুঁজে পেতে পারেন। এছাড়াও, আপনি চ্যাট, ই-মেইল, বা অনলাইনে পোস্ট করা আমন্ত্রণের লিঙ্কগুলি থেকে একটি চ্যানেলে যেতে পারেন।
আমরা উপলব্ধ সবচেয়ে ব্যক্তিগত ব্রডকাস্ট পরিষেবা তৈরি করতে চাই। অ্যাডমিন এবং ফলোয়ার উভয়ের ব্যক্তিগত তথ্য সুরক্ষার মাধ্যমে এটি দেওয়া হবে। চ্যানেল অ্যাডমিন হিসেবে আপনার ফোন নম্বর ও প্রোফাইল ফটো ফলোয়ারদের দেখানো হবে না। একইভাবে, কোনো চ্যানেল ফলো করলে অ্যাডমিন বা অন্য ফলোয়ারদের কাছে আপনার ফোন নম্বর প্রকাশ করা হবে না। আপনি কাকে ফলো করার সিদ্ধান্ত নেবেন সেটা আপনার পছন্দ এবং একান্তই ব্যক্তিগত।
আমরা যেভাবে মেসেজিং তৈরি করি, আমরা বিশ্বাস করি না যে চ্যানেল সংক্রান্ত আপডেটগুলো চিরকালের জন্য সেই রকম থাকবে। সুতরাং আমরা কেবলমাত্র ৩০ দিন পর্যন্ত আমাদের সার্ভারে চ্যানেলের ইতিহাস স্টোর করব এবং আমরা ফলোয়ারদের ডিভাইস থেকে আপডেটগুলো আরও দ্রুত সরিয়ে ফেলার উপায়গুলো যোগ করব। এছাড়াও অ্যাডমিনদের কাছে তাদের চ্যানেল থেকে স্ক্রিনশট ব্লক করার এবং ফরওয়ার্ড করার বিকল্প থাকবে।
সবশেষে, অ্যাডমিনদের চ্যানেলগুলো কে বা কারা ফলো করতে পারবেন এবং তাদের চ্যানেলগুলোকে ডিরেক্টরিতে খুঁজে পাওয়ার যোগ্য বানাতে চান কি না তা অ্যাডমিনদের জন্য সিদ্ধান্ত নেওয়ার কাজটি আমরা সম্ভব করে তুলব। চ্যানেলের লক্ষ্য হল আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো, চ্যানেলগুলো ডিফল্টরূপে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয় না। আমরা মনে করি এমন কিছু ঘটনা আছে যেখানে সীমিত সংখ্যক দর্শকের কাছে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যানেলগুলো অর্থবহ হতে পারে, যেমন একটি অ-লাভজনক সংস্থা বা স্বাস্থ্য সংস্থা এবং আমরা এটিকে ভবিষ্যতের জন্য একটি বিকল্প হিসাবেও দেখছি।
চ্যানেল চালু করার জন্য, আমরা কলম্বিয়া এবং সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় গ্লোবাল ভয়েস এবং নির্বাচিত সংস্থার সাথে কাজ করতে উত্সাহী, যেখানে অভিজ্ঞতা তৈরি, শেখা এবং মানিয়ে নেওয়ার কৌশলগুলো চ্যানেলে প্রথমে পাওয়া যাবে। আমরা আরও অনেক দেশে চ্যানেল আনব এবং আগামী মাসগুলোতে যে কেউ একটি চ্যানেল তৈরি করতে পারবেন।
আমরা আরও বিশ্বাস করি যে সচেতনতা বাড়াতে সাহায্য করার জন্য ডিরেক্টরিতে নির্দিষ্ট চ্যানেলগুলোর প্রচারের পাশাপাশি, আমাদের সম্প্রসারিত পেমেন্ট পরিষেবা ব্যবহার করে অ্যাডমিনদের তাদের চ্যানেল ব্যবহার করে ব্যবসা গড়ে তোলার কোনো উপায় দেওয়ার ক্ষেত্রে সহায়তা করার সুযোগ পাওয়া যাবে।
স্বাভাবিকভাবেই, মানুষ কিভাবে WhatsApp ব্যবহার করেন, সেই মূল পদ্ধতিটি অর্থাৎ বন্ধু, পরিবার এবং কমিউনিটির মধ্যে পাঠানো মেসেজগুলি ব্যক্তিগত রাখা অব্যাহত থাকবে এবং আমরা সব সময় এই বিষয়টিকে প্রথমে প্রাধান্য দেব। চ্যানেল নির্মাণ হল একটি বড় পদক্ষেপ যা আমাদের ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে নিতে বলেছে। আমরা মনে করি অবশেষে একটি সহজ, নির্ভরযোগ্য, এবং ব্যক্তিগত ব্রডকাস্ট টুল চালু করার জন্য সঠিক সময় এসে গেছে এবং আমরা আশা করি যে, আগামী মাস এবং বছরগুলোতে আপনি এটি ব্যবহার করে আনন্দ পাবেন।
৮ জুন, ২০২৩
আপনি কাউকে মেসেজ পাঠানোর সময় কোনো ভুল করে থাকলে বা অন্য কিছু লিখতে চাইলে, সেই পাঠিয়ে দেওয়া মেসেজটি এডিট করতে পারবেন।
সাধারণ ভুল বানান সংশোধন করা হোক বা মেসেজে অতিরিক্ত প্রসঙ্গ যোগ করা যাই হোক না কেন, আমরা চাই আপনি যেন নিজের চ্যাটের উপর আরও বেশি নিয়ন্ত্রণ করতে পারেন এবং তার জন্য আমরা এই বৈশিষ্ট্যটি চালু করছি। আপনাকে যা করতে হবে তা হলো কোনো মেসেজ পাঠানোর পনেরো মিনিটের মধ্যে মেসেজটি অনেকক্ষণ টিপে ধরে, মেনু থেকে 'এডিট করুন' বিকল্পটি বেছে নিতে হবে।
এডিট করা মেসেজের নিচের দিকে 'এডিট করা হয়েছে' লেখাটি দেখা যাবে এবং আপনি যাকে মেসেজ পাঠাচ্ছেন তিনি দেখতে পাবেন যে আপনি কোনো সংশোধন করেছেন তবে এডিট করার ইতিহাস তিনি দেখতে পাবেন না। সব ব্যক্তিগত মেসেজ, মিডিয়া ও কলের মতোই, আপনার মেসেজ আর আপনি যা এডিট করেন তা এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকে।
সারা বিশ্বের ব্যবহারকারীদের এই বৈশিষ্ট্যটি দেওয়া শুরু হয়েছে এবং আসন্ন কিছু সপ্তাহের মধ্যে তা সকলের জন্য উপলভ্য হবে।
২২ মে, ২০২৩
আপনার মেসেজকে ব্যক্তিগত আর সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য আমরা নতুন নতুন উপায় খুঁজতে চাই। আজ, আমরা আপনার জন্য একটি নতুন বৈশিষ্ট্য আনতে পেরে খুশি হয়েছি, এই বৈশিষ্ট্যটির নাম চ্যাট লক, এটি নিরাপত্তার আরও একটি স্তরের সাহায্যে আপনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ কথোপকথনকে রক্ষা করতে সাহায্য করে।
কোনো চ্যাট লক করা হলে সেই চ্যাটটিকে ইনবক্সের বাইরে নিয়ে যাওয়া হয়, তারপর সেটিকে একটি লক করা চ্যাটের ফোল্ডারে রাখা হয় এবং সেই লক শুধুমাত্র আপনার ডিভাইসের পাসওয়ার্ড বা আঙ্গুলের ছাপের মতো বায়োমেট্রিক দিয়েই খোলা যায় অর্থাৎ অ্যাক্সেস করা যায়। এটি বিজ্ঞপ্তির ক্ষেত্রেও সেই চ্যাটের কনটেন্টকে আপনা-আপনি লুকিয়ে রাখে।
যাদের নিজেদের ফোন পরিবারের বাকি সদস্যদের সাথে শেয়ার করতে হয় বা অন্য কারো হাতে আপনার ফোন থাকার সময় যদি খুব বেশি ব্যক্তিগত চ্যাট আসে, তাহলে আশা করি এই বৈশিষ্ট্যটি আপনার মতো লোকেদের জন্য দুর্দান্ত হবে। আপনি যার চ্যাট লক করতে চান, তার নামে বা গ্রুপের নামে ট্যাপ করার পর, লক বিকল্পটি বেছে নিয়ে সেই চ্যাট লক করতে পারেন। এই চ্যাট খুলতে, ইনবক্স আস্তে করে টেনে ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক লিখুন।
আপনি নিজের ফোন লক করতে যে পাসওয়ার্ড ব্যবহার করেন তা থেকে আলাদা আর অনন্য পাসওয়ার্ড যাতে ব্যবহার করতে পারেন, তার জন্য আগামী কয়েক মাসের মধ্যে আমরা সহযোগী বা কমপ্যানিয়ন ডিভাইস লক করা ও চ্যাটের জন্য কাস্টম পাসওয়ার্ড তৈরি করা সহ চ্যাট লকে আরও বিকল্প যোগ করব।
চ্যাট লক বৈশিষ্ট্যটি চালু হচ্ছে, বন্ধুদের তা জানান।
১৫ মে, ২০২৩
আমরা যেহেতু অ্যাপে অনবরত নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করি, তার ফলস্বরূপ আজ WhatsApp-এর আসন্ন কয়েকটি নতুন বৈশিষ্ট্য সম্পর্কে জানাচ্ছি, আশা করি এগুলি চ্যাটকে আরও কিছুটা কার্যকর আর মজাদার করে তুলবে।
জনমত সম্পর্কিত নতুন আপডেট
গ্রুপগুলো যাতে তথ্য সংগ্রহ করতে পারে এবং একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য আমরা জনমতের বিষয়ে তিনটি নতুন আপডেট চালু করছি।
ক্যাপশন সহ ফরোয়ার্ড করা
WhatsApp-এ ফটো শেয়ার করে বন্ধু ও পরিবারের লোকজনকে আপনার সম্পর্কে সহজে আপডেট দিতে পারবেন এবং মিডিয়া ফরওয়ার্ড করে নিজের চেনাজানা একটি গ্রুপ থেকে অন্য গ্রুপে কোনো ছবি দ্রুত আবার শেয়ার করতে পারবেন। তবে, কখনও কখনও কেউ উত্তর দেওয়ার আগে আপনার কাছে প্রসঙ্গ যোগ করার সময় নাও থাকতে পারে।
আপনি এখন ক্যাপশন থাকা মিডিয়া ফরওয়ার্ড করলে, চ্যাটে ফটো শেয়ার করার সময় অতিরিক্ত তথ্য দেওয়ার প্রয়োজনে সেটি নিজের কাছে রাখতে, মুছে ফেলতে বা আবার নতুন করে লিখতে পারবেন। এছাড়াও, ফটো ও ভিডিও ফরোয়ার্ড করার সময় তাতে ক্যাপশন যোগ করতে পারবেন।
ক্যাপশন সহ ডকুমেন্ট শেয়ার করা
ছবি বা ভিডিও শেয়ার করার মতোই, আপনার শেয়ার করা ডকুমেন্টের জন্যও একটু ব্যাখ্যা করার প্রয়োজন হতে পারে। আপনি খবরের কাগজের আর্টিকেল বা কাজের ডকুমেন্ট যাই পাঠান না কেন, শেয়ার করার আগে আপনার কাছে এখন একটি ক্যাপশন যোগ করার বিকল্প রয়েছে।
সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছে এই আপডেটগুলো দেওয়া শুরু হয়েছে এবং আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে তা সবাই ব্যবহার করতে পারবেন।
৪ মে, ২০২৩