৩ মার্চ, ২০২০
আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে সমস্ত জায়গা থেকে আমাদের ব্যবহারকারীদের সবচেয়ে বেশি অনুরোধ করা ফিচারটি এবার WhatsApp-এ আপডেট করা হয়েছে, যেটি হল - ডার্ক মোড।
WhatsApp-এর ডার্ক মোড আগের অভিজ্ঞতার মতনই কিন্তু এক নতুন রূপে আপনাদের সামনে আনা হয়েছে। কম আলোতে যাতে চোখের সমস্যা না হয় তা মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে। এবং আমরা আশা করছি যে সেই অস্বস্তিকর মুহুর্ত যখন আপনার ফোনের আলোতে ঘর আলোকিত হয়ে যেত তা আর হবে না।
ডার্ক মোড ডিজাইন করার সময় আমাদের গবেষণা এবং পরীক্ষার দুটি প্রধান উদ্দেশ্য ছিল:
সহজে পড়া যায়: iPhone এবং Android উভয়ের ক্ষেত্রেই কী ধরনের রঙ ব্যবহার করা হবে সেটি বেছে নেওয়ার সময় আমরা চেয়ে ছিলাম এমন রঙ বেছে নিতে যা চোখের পক্ষে ক্ষতিকারক নয় এবং সিস্টেম ডিফল্টের মতনই হবে।
তথ্য যেন সঠিকভাবে সাজানো থাকে: আমরা চেয়েছিলাম ব্যবহারকারীরা যেন প্রত্যেক স্ক্রিনের উপরে চোখ রেখে সহজেই নিজের কাজ করতে পারেন। আমরা রঙ এবং ডিজাইনের উপাদান এমনভাবে ব্যবহার করেছি যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি যেন বিশেষ ভাবে চোখে পড়ে।
Android 10 এবং iOS 13-এর ব্যবহারকারীরা সিস্টেম সেটিংস থেকে ডার্ক মোড চালু করে ব্যবহার করতে পারবেন। Android 9 এবং তার পূর্ববর্তী ভার্সনের ব্যবহারকারীরা WhatsApp সেটিংস> চ্যাট > থিম > থেকে ‘ডার্ক’ মোড বেছে নিতে পারবেন।
আমরা আশা করছি আপনাদের ডার্ক মোড ভালই লাগবে, যেটা WhatsApp-এর লেটেস্ট ভার্সনে কয়েকদিনের মধ্যে চলে আসবে।
৩ মার্চ, ২০২০