২৩ জুন, ২০১৬
১ বছরেরও বেশি সময় ধরে, মানুষ পুরো পৃথিবী জুড়ে থাকা বন্ধু ও পরিবারের সাথে WhatsApp কলিং এর মাধ্যমে কথা বলছে। অন্য দেশে থাকা কারও সাথে কথা বলার জন্য, অথবা যখন শুধু চ্যাট করে মন ভরে না, সে সময়ে সংস্পর্শে থাকার জন্য এটি একটি দারুণ উপায়। আজকে, WhatsApp এ প্রতিদিন ১০০ মিলিয়নের বেশি ভয়েস কল করা হয় - মানে প্রতি সেকেন্ডে ১,১০০ কল। আমরা খুবই আনন্দিত যে এত মানুষ আমাদের এই বৈশিষ্ট্যে উপকৃত হচ্ছে, এবং এটিকে আরও উন্নত করার জন্য আগামী মাসগুলোতে আমরা কাজ করে যাব।
২৩ জুন, ২০১৬