আপনার পুরো পৃথিবী জুড়ে থাকা বন্ধু এবং পরিবারের সাথে ফটো এবং ভিডিও আরও উন্নত ও নিজের মত করে সাজিয়ে শেয়ার করার উপায় এসেছে। WhatsApp এর নতুন ক্যামেরা বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি ফটো এবং ভিডিওর উপর আঁকতে পারবেন, সাথে চাইলে ইমোজিও যোগ করতে পারবেন।
যখন আপনি নতুন ফটো বা ভিডিও তুলবেন, অথবা ফোনে ইতিমধ্যে থাকা কোনটি শেয়ার করতে যাবেন, আপনি স্বয়ংক্রিয়ভাবেই সম্পাদন করার উপায় দেখতে পাবেন। কাওকে কতটুকু মিস করছেন সেটি বুঝাতে বড় হার্ট আঁকুন আর প্রিয় ইমোজি যোগ করুন - মাঝে মাঝে একটি ছবি অনেক কথা বলে। টেক্সট যোগ করেও দেখতে পারেন, সাথে টেক্সটের রং এবং ফন্টের আকার।
WhatsApp ক্যামেরায় এখন সামনে মুখ করা ফ্ল্যাশ আছে, যাতে করে আপনি আপনার পারফেক্ট সেলফিটি তুলতে পারেন। রাতের বেলা কম আলোতে এটি আপনার স্ক্রিনের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এবং আপনার ছবির মান উন্নত করবে। এছাড়াও ভিডিও রেকর্ডের জন্য আমরা জুম করার ব্যবস্থা যোগ করেছি - জুম ইন এবং আউট করতে আঙ্গুল উপড়ে নিচে করলেই হবে। আর দ্রুত সামনের বা পিছনের ক্যামেরার মধ্যে পরিবর্তন করতে স্ক্রিনে দুইবার আলতো চাপুন।
আজকে থেকে Android ফোনে এই সুবিধা পাওয়া যাবে এবং অতি শীঘ্রই iPhone এও। আশা করব পরেরবার আপনার ফটো বা ভিডিও শেয়ার করার সময়ে আপনি এসব নতুন বৈশিষ্ট্যগুলো উপভোগ করবেন।