১৫ মে, ২০২৩
আপনার মেসেজকে ব্যক্তিগত আর সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য আমরা নতুন নতুন উপায় খুঁজতে চাই। আজ, আমরা আপনার জন্য একটি নতুন বৈশিষ্ট্য আনতে পেরে খুশি হয়েছি, এই বৈশিষ্ট্যটির নাম চ্যাট লক, এটি নিরাপত্তার আরও একটি স্তরের সাহায্যে আপনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ কথোপকথনকে রক্ষা করতে সাহায্য করে।
কোনো চ্যাট লক করা হলে সেই চ্যাটটিকে ইনবক্সের বাইরে নিয়ে যাওয়া হয়, তারপর সেটিকে একটি লক করা চ্যাটের ফোল্ডারে রাখা হয় এবং সেই লক শুধুমাত্র আপনার ডিভাইসের পাসওয়ার্ড বা আঙ্গুলের ছাপের মতো বায়োমেট্রিক দিয়েই খোলা যায় অর্থাৎ অ্যাক্সেস করা যায়। এটি বিজ্ঞপ্তির ক্ষেত্রেও সেই চ্যাটের কনটেন্টকে আপনা-আপনি লুকিয়ে রাখে।
যাদের নিজেদের ফোন পরিবারের বাকি সদস্যদের সাথে শেয়ার করতে হয় বা অন্য কারো হাতে আপনার ফোন থাকার সময় যদি খুব বেশি ব্যক্তিগত চ্যাট আসে, তাহলে আশা করি এই বৈশিষ্ট্যটি আপনার মতো লোকেদের জন্য দুর্দান্ত হবে। আপনি যার চ্যাট লক করতে চান, তার নামে বা গ্রুপের নামে ট্যাপ করার পর, লক বিকল্পটি বেছে নিয়ে সেই চ্যাট লক করতে পারেন। এই চ্যাট খুলতে, ইনবক্স আস্তে করে টেনে ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক লিখুন।
আপনি নিজের ফোন লক করতে যে পাসওয়ার্ড ব্যবহার করেন তা থেকে আলাদা আর অনন্য পাসওয়ার্ড যাতে ব্যবহার করতে পারেন, তার জন্য আগামী কয়েক মাসের মধ্যে আমরা সহযোগী বা কমপ্যানিয়ন ডিভাইস লক করা ও চ্যাটের জন্য কাস্টম পাসওয়ার্ড তৈরি করা সহ চ্যাট লকে আরও বিকল্প যোগ করব।
চ্যাট লক বৈশিষ্ট্যটি চালু হচ্ছে, বন্ধুদের তা জানান।
১৫ মে, ২০২৩
আমরা যেহেতু অ্যাপে অনবরত নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করি, তার ফলস্বরূপ আজ WhatsApp-এর আসন্ন কয়েকটি নতুন বৈশিষ্ট্য সম্পর্কে জানাচ্ছি, আশা করি এগুলি চ্যাটকে আরও কিছুটা কার্যকর আর মজাদার করে তুলবে।
জনমত সম্পর্কিত নতুন আপডেট
গ্রুপগুলো যাতে তথ্য সংগ্রহ করতে পারে এবং একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য আমরা জনমতের বিষয়ে তিনটি নতুন আপডেট চালু করছি।
ক্যাপশন সহ ফরোয়ার্ড করা
WhatsApp-এ ফটো শেয়ার করে বন্ধু ও পরিবারের লোকজনকে আপনার সম্পর্কে সহজে আপডেট দিতে পারবেন এবং মিডিয়া ফরওয়ার্ড করে নিজের চেনাজানা একটি গ্রুপ থেকে অন্য গ্রুপে কোনো ছবি দ্রুত আবার শেয়ার করতে পারবেন। তবে, কখনও কখনও কেউ উত্তর দেওয়ার আগে আপনার কাছে প্রসঙ্গ যোগ করার সময় নাও থাকতে পারে।
আপনি এখন ক্যাপশন থাকা মিডিয়া ফরওয়ার্ড করলে, চ্যাটে ফটো শেয়ার করার সময় অতিরিক্ত তথ্য দেওয়ার প্রয়োজনে সেটি নিজের কাছে রাখতে, মুছে ফেলতে বা আবার নতুন করে লিখতে পারবেন। এছাড়াও, ফটো ও ভিডিও ফরোয়ার্ড করার সময় তাতে ক্যাপশন যোগ করতে পারবেন।
ক্যাপশন সহ ডকুমেন্ট শেয়ার করা
ছবি বা ভিডিও শেয়ার করার মতোই, আপনার শেয়ার করা ডকুমেন্টের জন্যও একটু ব্যাখ্যা করার প্রয়োজন হতে পারে। আপনি খবরের কাগজের আর্টিকেল বা কাজের ডকুমেন্ট যাই পাঠান না কেন, শেয়ার করার আগে আপনার কাছে এখন একটি ক্যাপশন যোগ করার বিকল্প রয়েছে।
সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছে এই আপডেটগুলো দেওয়া শুরু হয়েছে এবং আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে তা সবাই ব্যবহার করতে পারবেন।
৪ মে, ২০২৩
গত বছর, আমরা একই স্তরের গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রেখে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের তাদের সমস্ত ডিভাইসে নির্বিঘ্নে মেসজ পাঠানোর * সুবিধা দেওয়া চালু করেছি।
আজ, আমরা একই WhatsApp অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহার করার সুবিধা দেওয়া চালু করে আমাদের মাল্টি-ডিভাইস অফার আরও উন্নত করছি।
ব্যবহারকারীদের খুব বেশি অনুরোধ করা একটি বৈশিষ্ট্য, এখন আপনি আপনার ফোনকে চারটি অতিরিক্ত ডিভাইসের মধ্যে একটি হিসাবে লিঙ্ক করতে পারেন,যেমনটি আপনি ওয়েব ব্রাউজার, ট্যাবলেট এবং ডেস্কটপে WhatsApp এর সাথে লিঙ্ক করার সময় করে থাকেন। প্রতিটি লিঙ্ক করা ফোন স্বতন্ত্রভাবে WhatsApp-এর সাথে কানেক্ট করে, আপনার ব্যক্তিগত মেসেজ, মিডিয়া এবং কলগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড রয়েছে তা নিশ্চিত করে এবং যদি আপনার প্রাথমিক ডিভাইসটি দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় থাকে, তবে আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সমস্ত সহযোগী ডিভাইসগুলি থেকে লগ আউট করে দিই।
সহযোগী ডিভাইস হিসাবে ফোন লিঙ্ক করা মেসেজ পাঠানোর কাজটিকে সহজ বানায়। এখন আপনি সাইন আউট না করেই ফোনগুলির মধ্যে স্যুইচ করতে পারেন এবং যেখানে আপনার চ্যাট শেষ করেছিলেন সেখান থেকেই আবার শুরু করতে পারেন। অথবা আপনার যদি কোনো ছোট ব্যবসা থাকে ও আপনি সেটির মালিক হন, তবে অন্য কর্মীরা এখন একই WhatsApp বিজনেস অ্যাকাউন্টের অধীনে তাদের ফোন থেকে সরাসরি গ্রাহকদের প্রতিক্রিয়া জানাতে পারবেন।
সারা বিশ্বের ব্যবহারকারীদের এই আপডেট দেওয়া শুরু হয়েছে এবং আসন্ন সপ্তাহে তা সকলের জন্য উপলভ্য হবে।
এছাড়াও আগামী সপ্তাহগুলোতে একটি বিকল্প চালু হচ্ছে, আমরা সহযোগী ডিভাইসের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি বিকল্প এবং আরও সহজলভ্য উপায় চালু করছি। এখন আপনি একটি ওয়ান-টাইম কোড পেতে WhatsApp ওয়েবে আপনার ফোন নম্বর লিখতে পারেন, যেটি আপনি একটি QR কোড স্ক্যান করার পরিবর্তে ডিভাইস লিঙ্ক করা সক্ষম করতে আপনার ফোনে ব্যবহার করতে পারেন। আমরা ভবিষ্যতে আরও সহযোগী ডিভাইসে এই বৈশিষ্ট্যটি চালু করার জন্য অপেক্ষা করছি।
*ইংরেজিতে
২৫ এপ্রিল, ২০২৩
ব্যক্তিগত আলোচনার মতো সাময়িক মেসেজ-এর কথোপকথন চিরস্থায়ী হয় না। যদিও গোপনীয়তার এই অতিরিক্ত স্তরটি মেসেজকে অন্য কারও হাতে পড়া থেকে রক্ষা করে, তবে মাঝে মধ্যে আপনি সেখানে ভয়েস নোট বা মূল তথ্য রাখতে পারেন।
আমরা আজ "কিপ ইন চ্যাট" বৈশিষ্ট্যটি চালু করছি এবং এর সাহায্যে আপনি প্রেরকদের জন্য সরবরাহ করা একটি বিশেষ সুপার পাওয়ারের মাধ্যমে পরবর্তী সময়ে ব্যবহার করতে আপনার প্রয়োজনীয় টেক্সট চ্যাটে রাখতে পারবেন। আমরা বিশ্বাস করি আপনি যদি কোনো মেসেজ পাঠিয়ে থাকেন, তবে চ্যাটে থাকা অন্যরা সেই মেসেজটি পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য রাখতে পারবেন কি না সেই সিদ্ধান্ত আপনারই নেওয়া উচিত।
সেই অনুসারে, কেউ কোনো মেসেজ রাখলে তা প্রেরককে জানানো হবে এবং প্রেরকের তা বাতিল করার ক্ষমতা থাকবে। আপনি যদি সিদ্ধান্ত নেন আপনার মেসেজ অন্যরা রাখতে পারবেন না, তবে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত হবে, অন্য কেউ সেটি রাখতে পারবেন না এবং সময়সীমা শেষ হলে মেসেজটি মুছে যাবে। এইভাবে আপনার পাঠানো মেসেজ কীভাবে সুরক্ষিত রাখবেন, সেই সম্পর্কে আপনিই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন।
WhatsApp-এ আপনার সেভ করা মেসেজ বুকমার্ক আইকন দিয়ে নোট করা হবে এবং আপনি সেই মেসেজ 'সংরক্ষিত মেসেজ' ফোল্ডারে চ্যাট অনুযায়ী সাজানো হিসাবে দেখতে পাবেন।
আশা করি লোকজন এই নতুন আপডেট এবং তাদের প্রয়োজনীয় মেসেজ সহজে রাখার সুবিধা উপভোগ করবেন। এই বৈশিষ্ট্যটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী চালু হবে।
২১ এপ্রিল, ২০২৩
আমরা বর্তমানে নতুন কোন বৈশিষ্ট্য বা প্রোডাক্ট তৈরি করছি, সেই সংক্রান্ত তথ্যই সাধারণত এখানে শেয়ার করি। আজ আমরা যুক্তরাজ্যের এমন একটি উদ্বেগজনক উন্নয়ন সম্পর্কে লিখছি, যেটি সবার জানা দরকার।
যুক্তরাজ্য সরকার বর্তমানে এমন একটি নতুন আইনের বিষয়ে বিবেচনা করছে, যেটি প্রযুক্তি কোম্পানিগুলোকে প্রাইভেট মেসেজিং পরিষেবার ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ভাঙতে বাধ্য করবে। এই আইনের অধীনে একজন অনির্বাচিত আধিকারিককে সারা বিশ্বের কোটি কোটি মানুষের গোপনীয়তা দুর্বল করার ক্ষমতা দেওয়া হতে পারে।
আমাদের মনে হয় না যে কোনো কোম্পানি, সরকার বা ব্যক্তির কাছে আপনার ব্যক্তিগত মেসেজ পড়ার ক্ষমতা থাকা উচিত এবং আমরা এনক্রিপশন প্রযুক্তি রক্ষা করা চালিয়ে যাব। এই আইনের যে বিভ্রান্তিকর দিকটির কারণে যুক্তরাজ্যের ও সারা বিশ্বের মানুষের গোপনীয়তার সুরক্ষা কমবে, তা বাস্তবায়িত না করার পক্ষে আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলোর পাশে থাকতে পেরে আমরা গর্বিত।
—
ইন্টারনেটে নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে সতর্ক এমন যে কেউ।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগাযোগ পরিষেবা হিসেবে আমরা যুক্তরাজ্যের সরকারকে অনলাইন নিরাপত্তা বিলের জন্য মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত যে ঝুঁকি তৈরি হবে, তা মোকাবিলা করার জন্য অনুরোধ করব। এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষা রজায় রাখতে এবং প্রাইভেসির ক্ষেত্রে মানবাধিকারকে সম্মান জানানোর জন্য সরকারের বিবৃত অভিপ্রায় অনুযায়ী বিলটি তৈরি করা হয়েছে, তা নিশ্চিত করতে খুব বেশি দেরি নেই।
সারা বিশ্বের ব্যবসায়ী, মানুষ এবং সরকার অনলাইন জালিয়াতি, কেলেঙ্কারী এবং ডেটা চুরি সংক্রান্ত ক্রমাগত হুমকির সম্মুখীন হয়। ক্ষতিকারক বিষয় ও প্রতিকূল রাষ্ট্রগুলো নিয়মিতভাবে আমাদের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ জানায়। এই হুমকি থেকে বাঁচার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনই হলো অন্যতম একটি শক্তিশালী সম্ভাব্য উপায় এবং যেহেতু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তাদের মূল কার্যকলাপ পরিচালনা করার জন্য ইন্টারনেট প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে,তাই এর ঝুঁকিও আগের এখন অনেক বেশি।
বর্তমানে খসড়া অবস্থায় থাকা এই বিলটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধ করতে পারে, দৈনন্দিন,সাধারণ এবং নির্বিচারে বন্ধু, পরিবারের সদস্য, কর্মী, এক্সিকিউটিভ, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং এমনকি রাজনীতিবিদদের ব্যক্তিগত মেসেজের ওপর নজরদারির দরজা খুলে দিতে পারে, যা প্রত্যেকের নিরাপদে যোগাযোগ করার ক্ষমতাকে মৌলিকভাবে দুর্বল করবে।
বিলটি এনক্রিপশনের জন্য কোনো সুস্পষ্ট সুরক্ষা দেয় না এবং যদি লিখিতভাবে বাস্তবায়িত হয়, তাহলে OFCOM-কে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা যোগাযোগ পরিষেবাগুলোতে ব্যক্তিগত মেসেজের ক্ষেত্রে সক্রিয় স্ক্যানিং শক্তিশালী করার চেষ্টা চালানোর ক্ষমতা দিতে পারে - ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের উদ্দেশ্য বাতিল হবে এবং সমস্ত ব্যবহারকারীর গোপনীয়তার সাথে আপোস করতে হবে।
সংক্ষেপে, বিলটি যুক্তরাজ্যের প্রত্যেক নাগরিক সাথে সারা বিশ্বের যেসব মানুষের সাথে তারা যোগাযোগ করেন, তাদের গোপনীয়তা, নিরাপত্তা ও সুরক্ষার জন্য একটি অভূতপূর্ব হুমকি হবে, সেই সাথে বিরুদ্ধ রাষ্ট্রের সরকাররা কপি-ক্যাট আইনের খসড়া তৈরি করতে চাইলে, তাতে তারা উৎসাহ পাবে।
সমর্থকরা বলেন যে তারা এনক্রিপশন এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন এবং তারা এও দাবি করেন যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন অবমূল্যায়ন অর্থাৎ কম না করেই প্রত্যেকের মেসেজের উপর নজরদারি করা সম্ভব। সত্যিটা হলো তা করা সম্ভব নয়।
যুক্তরাজ্যের বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করার ক্ষেত্রে আমরা একা নই। ইউনাইটেড নেশনস সতর্ক করেছে যে যুক্তরাজ্যের সরকারের শর্তগুলোকে গোপন কৌশলে প্রয়োগ করার প্রচেষ্টার ফলে "দৃষ্টান্তের পরিবর্তন ঘটবে, যার সম্ভাব্য ফলাফল গুরুতর হতে পারে, এতে গুরুতর সমস্যা তৈরি হবে"।
এমনকি যুক্তরাজ্যের সরকারও বিলে যা বলা হয়েছে তাতে গোপনীয়তার ঝুঁকি আছে বলে স্বীকার করেছে, তবে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বিলটিকে এভাবে ব্যাখ্যা করার উদ্দেশ্যে তা করা হয়নি।
এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা প্রোডাক্ট ও পরিষেবাগুলোর বিশ্বব্যাপী প্রদানকারীরা তাদের প্রোডাক্ট এবং পরিষেবার নিরাপত্তাকে পৃথক পৃথক সরকারের নীতি অনুযায়ী নিয়ম মেনে সেগুলোকে দুর্বল করতে পারে না। যুক্তরাজ্যের জন্য নির্দিষ্ট কোনো “ব্রিটিশ ইন্টারনেট” বা এন্ড টু এন্ড এনক্রিপশনের একটি ভার্সন রাখা যাবে না।
যুক্তরাজ্যের সরকারকে বিলটি নিয়ে পুনর্বিবেচনা করতে হবে, কোম্পানিগুলোকে যুক্তরাজ্যের বাসিন্দাদের আরও বেশি গোপনীয়তা ও সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে উত্সাহ যোগানোর জন্য বিলটি সংশোধন করতে হবে, এর চাইতে কম কিছু করলে চলবে না। এনক্রিপশন দুর্বল করা, গোপনীয়তা কম করা এবং মানুষের ব্যক্তিগত যোগাযোগের উপর নজরদারি চালু করার বিষয়টিকে সফল হতে দেওয়া যায় না।
আমাদের কথোপকথন নিরাপদ রাখতে যারা দায়বদ্ধ এবং এই বিষয়ে স্বাক্ষর করেছেন, নিচে তাদের নাম দেওয়া হয়েছে:
Matthew Hodgson, CEO, Element (ম্যাথিউ হজসন, সিইও, এলিমেন্ট)
Alex Linton, Director, OPTF/Session (অ্যালেক্স লিন্টন, পরিচালক, ওপিটিএফ/সেশন)
Meredith Whittaker, President, Signal (মেরিডিথ হুইটেকার, প্রেসিডেন্ট, সিগন্যাল)
Martin Blatter, CEO, Threema (মার্টিন ব্ল্যাটার, সিইও, থ্রিমা)
Ofir Eyal, CEO, Viber (ওফির ইয়াল, সিইও, ভাইবার)
Will Cathcart, Head of WhatsApp at Meta (উইল ক্যাথকার্ট, Meta-তে WhatsApp-এর প্রধান)
Alan Duric, CTO, Wire (অ্যালান ডুরিক, সিটিও, ওয়্যার)
১৭ এপ্রিল, ২০২৩
WhatsApp-এ আমরা বিশ্বাস করি, আপনার মেসেজ ব্যক্তিগত কথোপকথনের মতোই গোপন আর সুরক্ষিত থাকা উচিত। ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে আপনার ব্যক্তিগত মেসেজ রক্ষা করাই হলো এই নিরাপত্তার ভিত্তি এবং আপনাকে গোপনীয়তার অতিরিক্ত স্তরে সুরক্ষা দেওয়া ও আপনার মেসেজের ওপর আরও নিয়ন্ত্রণ দেওয়ার জন্য আমরা নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি করা কখনও বন্ধ করব না।
এই কাজের অনেক কিছুই পর্দার আড়ালে ঘটে, যার জন্য আপনাকে কোনো কিছুই করতে হয় না। আজ আমরা আপনাকে আনন্দের সাথে আরও কিছু নিরাপত্তা বৈশিষ্ট্যের সম্বন্ধে জানাতে চাই এবং এই বৈশিষ্ট্যগুলো আমরা আগামী কিছু মাসে যোগ করব।
অ্যাকাউন্ট সুরক্ষা: যদি আপনার WhatsApp অ্যাকাউন্টটি একটি নতুন ডিভাইসে পাল্টানোর প্রয়োজন হয় - সেক্ষেত্রে আমরা দুবার পরীক্ষা করি যে সেই ব্যক্তি আপনিই কি না। এখন থেকে, আপনি অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা হিসাবে এই পদক্ষেপটি নিতে চাইলে, আমরা আপনার পুরনো ডিভাইস যাচাই করার জন্য বলতে পারি। আপনার অ্যাকাউন্ট অন্য ডিভাইসে সরানোর অননুমোদিত চেষ্টা করা হলে, এই বৈশিষ্ট্যটি আপনাকে সেই সম্পর্কে সতর্ক করতে সাহায্য করতে পারে।
ডিভাইস যাচাইকরণ: বর্তমান সময়ে মোবাইল ডিভাইস ম্যালওয়্যার মানুষের গোপনীয়তা এবং নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি, কারণ এটি আপনার অনুমতি ছাড়াই আপনার ফোনের সুবিধা নিতে পারে এবং আপনার WhatsApp ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত মেসেজ পাঠাতে পারে। এটি আটকাতে সাহায্য করার জন্য, আমরা অ্যাকাউন্টের সত্যতা প্রমাণে সাহায্য করার জন্য যাচাই ব্যবস্থা যোগ করেছি - এতে আপনার কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই - এবং আপনার ডিভাইসটি হ্যাক হয়ে থাকলে আপনাকে আরও ভালো ভাবে রক্ষা করা হবে। এটি আপনাকে কোনো বাধা বিঘ্ন ছাড়াই WhatsApp ব্যবহার করা চালিয়ে যেতে দেয়। এখানে প্রযুক্তিটির বিষয়ে আরও বিস্তারিতভাবে জানুন।*
অটোমেটিক নিরাপত্তা কোড: আমাদের সবচেয়ে বেশি নিরাপত্তা সচেতন ব্যবহারকারীরা সবসময় নিরাপত্তা কোড যাচাইকরণ বৈশিষ্ট্য-র সুবিধা নিতে পারেন। আপনি যে শুধুমাত্র অভিপ্রেত প্রাপকের সাথেই চ্যাট করছেন, এই কোডটি তা নিশ্চিত করতে সাহায্য করে। আপনি 'পরিচিতি তথ্য'-র মধ্যে এনক্রিপশন ট্যাবে গিয়ে নিজে থেকে এটা দেখতে পারেন। এই প্রক্রিয়াটি সবার কাছে সহজ ও আরও অ্যাক্সেসযোগ্য করার জন্য আমরা "কী (Key) ট্রান্সপারেন্সি" নামের একটি প্রক্রিয়ার ভিত্তিতে একটি নিরাপত্তা বৈশিষ্ট্য চালু করছি, এর মাধ্যমে আপনি স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারবেন যে আপনার কাছে একটি নিরাপদ সংযোগ রয়েছে কি না। এর মানে হলো, এনক্রিপশন ট্যাবে ক্লিক করলেই আপনি সাথে সাথে যাচাই করতে পারবেন যে আপনার ব্যক্তিগত কথোপকথনটি সুরক্ষিত কি না। এই প্রযুক্তিটির বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে, <এখানে ক্লিক করুন।*
এই তিনটি অতিরিক্ত উপায়ের মাধ্যমে আমরা আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করছি। যদিও সবার জন্য নিরাপত্তা সহজ করতে আমরা অনেক কিছু করতে পারি, তবে এখানে এমন দুটি বৈশিষ্ট্য রয়েছে যা শুধুমাত্র আপনিই চালু করতে পারেন: দুই ধাপে যাচাইকরণ এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ-এর ব্যবহার। আপনি যদি ইতিমধ্যেই এই দুটি ব্যবহার করে থাকেন তাহলে, অনুগ্রহ করে আপনার বন্ধুদের সেগুলো সম্পর্কে বলুন, যাতে আরও বেশি লোকজন এই নিরাপত্তার স্তর দুটি থেকে উপকৃত হতে পারেন।
আশা করি লোকজন এই দুটি বৈশিষ্ট্যর মাধ্যমে দেওয়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা উপভোগ করবেন এবং আমরা শীঘ্রই আরও আপডেট ঘোষণা করতে পারব।
*ইংরেজিতে
১৩ এপ্রিল, ২০২৩
Starting today people across Brazil will be able to pay their local small business right within a WhatsApp chat. This seamless and secure checkout experience will be a game-changer for people and small businesses looking to buy and sell on WhatsApp without having to go to a website, open another app or pay in person. We’re rolling out today to a small number of businesses and will be available to many more in the coming months.
In Brazil you can search for a business, browse goods and services, add them to your cart, and make a payment all with just a few taps. We’re excited to finally unlock this ability for people and businesses right within a chat.
It’s now possible to pay for goods and services using Mastercard and Visa debit, credit and pre-paid cards issued by the numerous banks participating in the service. Small businesses using the WhatsApp Business app can link a supported payment partner – such as Cielo, Mercado Pago or Rede – and create an order within the app to securely accept payments from their customers.
Just like every feature in WhatsApp, payments are designed to be secure. Card numbers are encrypted and securely stored, and people are required to create a Payment PIN and use it for each payment. We also offer customer support to ensure help is available, if needed.
We’re excited to hear how this service helps people and small businesses in Brazil connect on WhatsApp, and look forward to bringing it to more types of businesses and countries in the future.
April 11, 2023
WhatsApp একটি মোবাইল অ্যাপ হিসাবে শুরু হয়েছিল এবং সেই আসল বৈশিষ্ট্যগুলি এখনও আগের মতোই শক্তিশালী রয়েছে। কিন্তু কয়েক কোটি মানুষ কম্পিউটার এবং ট্যাবলেটে WhatsApp ব্যবহার করেন, তাই আমরা ডিভাইসে মেসেজিং এবং কলিং অভিজ্ঞতা আরও ভাল করার দিকে মনোনিবেশ করছি।
আজকে আমরা Windows-এর জন্য একেবারে নতুন WhatsApp অ্যাপ পেশ করতে চলেছি, এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
নতুন Windows ডেস্কটপ অ্যাপটি দ্রুত লোড হয় এবং এটি WhatsApp এবং Windows ব্যবহারকারীদের পরিচিত একটি ইন্টারফেসের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। আপনি ৮ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল এবং ৩২ জনের সঙ্গে অডিও কল হোস্ট করতে পারবেন। আমরা সময়ের সাথে সাথে এই সীমা বাড়িয়ে যাওয়ার কাজটি করতে থাকব যাতে করে আপনি সবসময় বন্ধু, পরিবার এবং সহকর্মীদের সাথে সংযুক্ত থাকতে পারেন।
মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট এবং আরও অনেক কিছুর মধ্যে ক্রস-প্ল্যাটফর্ম যোগাযোগের অনুমতি দেয় এমন একটি সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড অভিজ্ঞতা প্রদান করার জন্য WhatsApp হলো বৃহত্তম প্ল্যাটফর্ম। অর্থাৎ আপনার ব্যক্তিগত মেসেজ, মিডিয়া, কল সব সময় আপনার সব ডিভাইসে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
নতুন মাল্টি-ডিভাইস ক্যাপাবিলিটি চালু করার পর থেকে আমরা ফিডব্যাক শুনেছি এবং দ্রুত ডিভাইস লিঙ্কিং এবং ডিভাইসগুলির মধ্যে আরও ভাল সিঙ্কিং সহ উন্নতি করেছি, এর পাশাপাশি লিঙ্ক প্রিভিউ এবং স্টিকারগুলির মতো নতুন বৈশিষ্ট্যও চালু করেছি।
যেহেতু আমরা WhatsApp সমর্থন করে এমন ডিভাইসের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রেখেছি তাই আমরা Android ট্যাবলেট-এর জন্য নতুন WhatsApp বিটা অভিজ্ঞতা চালু করেছি। এছাড়াও আমরা Mac ডেস্কটপের জন্য একটি নতুন, দ্রুত অ্যাপ চালু করছি যেটি বর্তমানে বিটার প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ভবিষ্যতে আরও বেশি ডিভাইসে WhatsApp নিয়ে আসার ব্যাপারে আমরা আশাবাদী।
২৩ মার্চ, ২০২৩
গত বছর, WhatsApp-এ লোকজনকে তাদের গ্রুপ থেকে আরও বেশি কিছু পেতে সাহায্য করার জন্য আমরা কমিউনিটি চালু করেছি। চালু হওয়ার পর থেকে আমরা অ্যাডমিন ও ব্যবহারকারীদের জন্য সমানভাবে আরও বেশি টুল তৈরি করতে চেয়েছি। আজ আমরা বেশ কিছু নতুন পরিবর্তন আনতে পেরে আনন্দিত, এই পরিবর্তনের মাধ্যমে আমরা গ্রুপগুলোকে অ্যাডমিনদের জন্য আরও বেশি ব্যবস্থাপনাযোগ্য করেছি এবং সবাই যাতে সহজে গ্রুপে যেতে পারেন সেই ব্যবস্থা করেছি।
অ্যাডমিনদের জন্য নতুন নিয়ন্ত্রণ
যেহেতু বেশি সংখ্যক মানুষ কমিউনিটিতে যোগ দেন, তাই আমরা গ্রুপ অ্যাডমিনদের তাদের গ্রুপ প্রাইভেসির উপর বেশি নিয়ন্ত্রণ দিতে চাই, আর তা করার জন্য আমরা একটি সহজ টুল তৈরি করেছি যা অ্যাডমিনদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় যে গ্রুপে কারা যোগ দিতে পারবেন। যখন একজন অ্যাডমিন তার গ্রুপের আমন্ত্রণের লিঙ্ক শেয়ার করেন বা তার গ্রুপকে কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য যোগ্য বানান, সেক্ষেত্রে কারা তাতে যোগ দিতে পারবেন তার উপর অ্যাডমিনদের এখন আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে। গ্রুপ হচ্ছে এমন একটি জায়গা যেখানে লোকেরা কিছু অন্তরঙ্গ কথোপকথন করে থাকেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, কারা তাতে যোগ দিতে পারবেন ও কারা পারবেন না, তা নিয়ে যেন অ্যাডমিনরা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন।
সহজে কমন গ্রুপ দেখা
কমিউনিটি ও সেগুলোর বড় বড় গ্রুপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, আপনার ও অন্য কারো মধ্যে কোন গ্রুপগুলো কমন আমরা তা জানা সহজ করতে চাই। আপনি হয়ত কারো সাথে একই গ্রুপে থাকা একটি গ্রুপের নাম মনে করার চেষ্টা করছেন অথবা হয়ত এমন একটি গ্রুপ দেখতে চাইছেন যেটিতে আপনারা দুজনেই আছেন, সেক্ষেত্রে আপনি এখন সহজেই আপনাদের কমন গ্রুপ দেখতে কোনো পরিচিতির নাম খুঁজতে পারবেন।
আগামী সপ্তাহে বিশ্বব্যাপী এই ফিচারগুলো চালু হবে, গ্রুপগুলোতে অ্যাডমিন ও সদস্যরা যাতে সমানভাবে সেরা অভিজ্ঞতা লাভ করতে পারেন সেইজন্য আমরা অনবরত নতুন নতুন টুল তৈরি করছি।
২১ মার্চ, ২০২৩
স্ট্যাটাস হল একটি জনপ্রিয় উপায়, যার মাধ্যমে WhatsApp-এ বন্ধু ও ঘনিষ্ঠ পরিচিতিদের সাথে অস্থায়ী আপডেট শেয়ার করা যায়। স্ট্যাটাস ২৪ ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যায় এবং এতে ফটো, ভিডিও, GIFs, টেক্সট এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে। আপনার ব্যক্তিগত চ্যাট ও কলের মতো, আপনার WhatsApp স্ট্যাটাস এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত, তাই আপনি গোপনে ও নিরাপদে শেয়ার করতে পারেন।
আমরা WhatsApp স্ট্যাটাসে একটি নতুন ফিচারের সেট যোগ করার জন্য আগ্রহী যার মাধ্যমে আপনি সহজে নিজেকে প্রকাশ করতে ও অন্যদের সাথে সংযোগ করতে পারবেন।
আপনি যে স্ট্যাটাস শেয়ার করেন সেই প্রত্যেকটি স্ট্যাটাস আপনার সব পরিচিতিদের জন্য সর্বদা সঠিক নাও হতে পারে। আমরা আপনাকে প্রত্যেকটি স্ট্যাটাস অনুযায়ী আপনার গোপনীয়তা সেটিংস সহজে আপডেট করার সুবিধা দিচ্ছি, তাই প্রতিবার আপনি স্ট্যাটাস আপডেট করার সময় কারা এটি দেখবেন তা বেছে নিতে পারবেন। আপনার সবচেয়ে সাম্প্রতিক অডিয়েন্স নির্বাচন সেভ করা হবে এবং আপনার পরবর্তী স্ট্যাটাসের জন্য ডিফল্ট হিসেবে ব্যবহার করা হবে।
আমরা WhatsApp স্ট্যাটাসে 30 সেকেন্ড পর্যন্ত ভয়েস মেসেজ রেকর্ড ও শেয়ার করার সুবিধা দেওয়া চালু করছি। ভয়েস স্ট্যাটাস আরও ব্যক্তিগত আপডেট পাঠানোর জন্য ব্যবহার করা যাবে, বিশেষ করে আপনি যদি টাইপ করার বদলে কথা বলে নিজেকে প্রকাশ করতে আরও বেশি স্বচ্ছন্দ বোধ করেন।
আমরা 'স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানানোর সুবিধা' যোগ করছি, যার মাধ্যমে দ্রুত ও সহজভাবে আপনার বন্ধু ও ঘনিষ্ঠ পরিচিতদের স্ট্যাটাস আপডেটে প্রতিক্রিয়া জানাতে পারবেন। গত বছর প্রতিক্রিয়া লঞ্চ করার পরে ব্যবহারকারীরা #1 বৈশিষ্ট্যটি চেয়েছিল। আপনি আটটি ইমোজির মধ্যে যে কোনও একটিতে সোয়াইপ ও ট্যাপ করে এখন দ্রুত যে কোনও স্ট্যাটাসে উত্তর দিতে পারবেন। আপনি এখনও টেক্সট, ভয়েস মেসেজ, স্টিকার ও আরও অনেক কিছু দিয়ে স্ট্যাটাসের উত্তর দিতে পারবেন।
নতুন স্ট্যাটাস প্রোফাইল রিংয়ের মাধ্যমে আপনি কখনও আপনার প্রিয়জনদের স্ট্যাটাস মিস করবেন না। আপনার পরিচিত কেউ যখন স্ট্যাটাস আপডেট শেয়ার করবেন তখন তার প্রোফাইল ছবিতে এই রিংটি দেখা যাবে। এটি চ্যাট লিস্ট, গ্রুপে অংশগ্রহণকারীদের লিস্ট এবং পরিচিতি তথ্যে দেখা যাবে।
আপনি এখন স্ট্যাটাসে কোনো লিঙ্ক পোস্ট করলে, আপনি স্বয়ংক্রিয়ভাবে লিঙ্ক কনটেন্টের ভিজ্যুয়াল প্রিভিউ দেখতে পাবেন, যেমন আপনি কখন মেসেজ পাঠিয়েছেন। ভিজ্যুয়াল প্রিভিউ আপনার স্ট্যাটাসের লুককে আরও ভালো করে এবং আপনার পরিচিতিদের এছাড়া ক্লিক করার আগে লিঙ্ক সম্বন্ধে ভালো ধারণা দেয়।
সারা বিশ্বের ব্যবহারকারীদের এই আপডেটগুলো দেওয়া শুরু হয়েছে এবং আসন্ন সপ্তাহে তা সকলের জন্য উপলভ্য হবে। আমরা আশা করি লোকজন শীঘ্রই স্ট্যাটাসের এই নতুন বৈশিষ্ট্য উপভোগ করা শুরু করবেন।
৭ ফেব্রুয়ারি, ২০২৩