আমরা WhatsApp-কে ভালো করে তোলার জন্য যা কিছু করছি তার পিছনে আপনার মেসেজের গোপনীয়তাকে সুরক্ষিত রাখার ইচ্ছা শক্তিই কাজ করছে। আপনার কল ও মেসেজ সুরক্ষিত রাখাই যেহেতু এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মূল উদ্দেশ্য, এই কারণে গোপনীয়তার বিষয়ে গুরুত্ব দিয়ে আমরা অনবরত আরও সুরক্ষা স্তর যোগ করছি। এর মধ্যে রয়েছে সম্প্রতি চালু হওয়া "চ্যাট লক", এটির সাহায্যে সংবেদনশীল চ্যাট সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড দিয়ে চ্যাট লক করা যায়; "সাময়িক মেসেজ" যা অদৃশ্য হয়ে যায়; "একবার দেখা" বৈশিষ্ট্য, এর ফলে স্ক্রিনশট নেওয়া যায় না অর্থাৎ স্ক্রিনশট নেওয়া ব্লক হয়ে যায় এবং অনলাইনে আপনার উপস্থিতি গোপনীয় রাখার ক্ষমতা।
আজ আমরা চ্যানেল চালু করতে পেরে উচ্ছ্বসিত: WhatsApp এর মধ্যেই, লোকজন এবং সংস্থার থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার একটি সহজ, নির্ভরযোগ্য এবং ব্যক্তিগত উপায়। আমরা আপডেটস নামের একটি নতুন ট্যাবে চ্যানেল তৈরি করছি - যেখানে আপনি ফলো করতে পছন্দ করেন এমন স্ট্যাটাস এবং চ্যানেলগুলি পাবেন - যা পরিবার, বন্ধু এবং কমিউনিটির সাথে আপনার চ্যাট থেকে আলাদা।
আপনি কাউকে মেসেজ পাঠানোর সময় কোনো ভুল করে থাকলে বা অন্য কিছু লিখতে চাইলে, সেই পাঠিয়ে দেওয়া মেসেজটি এডিট করতে পারবেন।
আপনার মেসেজকে ব্যক্তিগত ও সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য আমরা নতুন নতুন উপায় খুঁজতে চাই। আজ, আমরা আপনার জন্য একটি নতুন বৈশিষ্ট্য আনতে পেরে খুশি হয়েছি, এই বৈশিষ্ট্যটির নাম চ্যাট লক, এটি নিরাপত্তার আরও একটি স্তরের সাহায্যে আপনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ কথোপকথনকে রক্ষা করতে সাহায্য করে।
গ্রুপগুলো যাতে তথ্য সংগ্রহ করে একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য আমরা WhatsApp-এ জনমতের বিষয়ে তিনটি নতুন আপডেট চালু করেছি।
একাধিক ফোনে WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা চালু করে আমরা আমাদের মাল্টি-ডিভাইস অফার আরও উন্নত করেছি।
আপনি এখন কোনো মেসেজ, ভয়েস নোট বা গুরুত্বপূর্ণ তথ্য চলে যাওয়া থেকে আটকাতে পারেন। আপনি যদি কোনো মেসেজটি পাঠিয়ে থাকেন, তবে চ্যাটে থাকা অন্যরা সেই মেসেজটি পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য রাখতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন।
আমরা বর্তমানে নতুন কোন বৈশিষ্ট্য বা প্রোডাক্ট তৈরি করছি, সেই সংক্রান্ত তথ্যই সাধারণত এখানে শেয়ার করি। আজ আমরা যুক্তরাজ্যের এমন একটি উদ্বেগজনক উন্নয়ন সম্পর্কে লিখছি, যেটি সবার জানা দরকার।
আমরা বিশ্বাস করি যে মেসেজ ব্যক্তিগত ও সুরক্ষিত হওয়া উচিত। এর মূলে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং অতিরিক্ত স্তরের সুরক্ষা দেওয়ার জন্য আমরা সব সময়ে নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি করতে থাকব।
Starting today people across Brazil will be able to pay their local small business right within a WhatsApp chat. This seamless and secure checkout experience will be a game-changer for people and small businesses looking to buy and sell on WhatsApp without having to go to a website, open another app or pay in person. We’re rolling out today to a small number of businesses and will be available to many more in the coming months.