২৬ জুলাই, ২০১৭
১ বছর আগে আমরা জানিয়েছিলাম যে পৃথিবীর ১ বিলিয়ন মানুষ প্রতি মাসে WhatsApp ব্যবহার করে। আজ, আমরা আনন্দের এবং গর্বের সাথে জানাতে চাই যে পৃথিবীর ১ বিলিয়ন মানুষ তাদের পরিবার ও বন্ধুদের সংস্পর্শে থাকার জন্য প্রতিদিন WhatsApp ব্যবহার করে।
WhatsApp এ যোগাযোগ কখনই এতো সহজ ও আন্তরিক ছিল না, সেটি নিজের মত করে সাজানো ছবি বা ভিডিও, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা হোক, অথবা সারাদিনে কি হচ্ছে সেটি স্থিতির মাধ্যমে বন্ধুদের জানানো হোক। এসব নতুন বৈশিষ্ট্য মানুষ তাদের নিজেদের প্রয়োজন অনুসারে একে অন্যের সাথে যোগাযোগ করতে ব্যবহার করছে দেখে আমরা অত্যধিক আনন্দিত।
এই সফলতাটি উদযাপনের সাথে সাথেই আমরা বলতে চাই যে আমরা আপনাকে আরও প্রয়োজনীয়ও বৈশিষ্ট্য এনে দিতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ এবং একই সাথে আপনি যেন WhatsApp এর কাছে যেমন সহজ, ভরসাযোগ্য এবং নিরাপদ সেবা আশা করেন সেটিও পান। আপনার অব্যাহত সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ।
২৬ জুলাই, ২০১৭