৪ ফেব্রুয়ারি, ২০১৯
WhatsApp এ আমরা ব্যক্তিগত মেসেজ আদান প্রদানে গভীরভাবে যত্ন নিই এবং কাউকে আপনার ফোন গ্রহণ এবং আপনার মেসেজগুলো পড়তে বাধা দেওয়ায় সাহায্য করার জন্য iPhone এ টাচ ID ও ফেস ID এর সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আজ আমরা আনন্দিত।
WhatsApp এ iPhone এর বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা > স্ক্রিন লক ট্যাপ করুন এবং টাচ ID বা ফেস ID চালু করুন। WhatsApp বন্ধ হওয়ার পরে টাচ ID বা ফেস ID প্রম্পট হওয়ার আগে আপনার সময়ের পরিমাণ নির্বাচন করার অপশন আছে।
এই বৈশিষ্ট্যটি আজ থেকে iPhone 5s বা তার পরবর্তী সংস্করণে এবং iOS 9 ও তার পরবর্তী সংস্করণে উপলব্ধ হবে।
৪ ফেব্রুয়ারি, ২০১৯