১০ মে, ২০১৬
আজকে আমরা আপনাদেরকে যে কোন স্থানে, যে কোন সময়ে সংস্পর্শে থাকার জন্য একটি নতুন উপায়ের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যা হল ডেস্কটপ অ্যাপ - ফোনে বা কম্পিউটারে অথবা অফিসে বা বাড়িতে যেইখানেই হোক না কেন। WhatsApp ওয়েবের মতই আমার ডেস্কটপ অ্যাপও আপনার ফোনের একটি এক্সটেনশন: আপনার মোবাইল ডিভাইসের কথোপকথন আর বার্তাগুলোই এই অ্যাপে দেখা যাবে।
নতুন এই ডেস্কটপ অ্যাপটি Windows 8+ এবং Mac OS 10.9+ এর জন্য উপলব্ধ এবং আপনার মোবাইলের WhatsApp এর সাথে সিঙ্ক করা। যেহেতু এই অ্যাপ ডেস্কটপে চালানো হয় আপনার ডেস্কটপ বিজ্ঞপ্তি, কীবোর্ড শর্টকাট এসব থাকতে হবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ডেস্কটপ ব্রাউজার থেকে https://www.whatsapp.com/download এ যান। এরপরে অ্যাপ খুলে আপনার ফোনের WhatsApp দিয়ে QR কোড স্ক্যান করুন (সেটিংস এর ভিটরে WhatsApp Web মেনু খুঁজুন)।
WhatsApp ওয়েবের মতই, নতুন এই ডেস্কটপ অ্যাপ দিয়েও আপনি ফোন পকেটে থাকা অবস্থাতেই বন্ধু ও প্রিয়জনের কাছে বার্তা পাঠাতে পারবেন।
১০ মে, ২০১৬