৬ নভেম্বর, ২০২০
আজ থেকে সারা ভারতবর্ষের লোকজন WhatsApp-এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এই নিরাপদ পেমেন্ট ব্যবস্থার কারণে টাকা ট্রান্সফারের কাজটা মেসেজ পাঠানোর মতই সহজ হয়ে গেছে। লোকজন সরাসরি নগদ টাকার আদান-প্রদান না করে বা কাছের ব্যাঙ্কে না গিয়েই পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠাতে পারবেন অথবা দূর থেকে কোনও জিনিসের মূল্য শেয়ার করতে পারবেন।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) এর সাথে পার্টনারশীপ করে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবহার করে WhatsApp নিজের পেমেন্ট বৈশিষ্ট্যটি ডিজাইন করেছে। এটি ভারতবর্ষের প্রথম রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম যা ১৬০টির বেশি ব্যাঙ্কের ট্রানজ্যাকশনের জন্য কাজ করবে। ডিজিটাল পেমেন্টকে আরও সহজ করে তুলতে ও এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ভারতে যে ক্যাম্পেইন চলছে, যা ভারতে আর্থিক পরিষেবা অ্যাক্সেস করার সম্প্রসারণে সহায়তা করছে, তার সাথে যোগ দিতে পেরে আমরা বেশ রোমাঞ্চিত।
WhatsApp-এর মাধ্যমে ভারতবর্ষে টাকা পাঠাতে, অবশ্যই ভারতবর্ষে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডেবিট কার্ড থাকতে হবে। WhatsApp ব্যাঙ্কগুলিকে নির্দেশনা পাঠায় যেটি পেমেন্ট পরিষেবা প্রদানকারী হিসেবেও পরিচিত, যা প্রেরক ও প্রাপক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে UPI-এর মাধ্যমে টাকা ট্রান্সফার শুরু করে। ভারতবর্ষে পাঁচটি প্রধান ব্যাঙ্কের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত: ICICI Bank, HDFC Bank, Axis Bank, State Bank of India ও Jio Payments Bank. UPI কাজ করবে এমন অ্যাপ ব্যবহার করে লোকজন যে কারও কাছে WhatsApp-এ টাকা পাঠাতে পারবে।
আমরা আস্থা রাখি যে সময়ের সাথে, WhatsApp এবং UPI-এর অনন্য স্থাপত্যের একত্রীকরণ আমাদের কার্যকালের কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় সংস্থাগুলিকে সাহায্য করতে পারবে, যার মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে গ্রামীণ জনপদের অংশগ্রহণ বাড়ানো এবং আগে যাদের অ্যাক্সেস ছিল না তাদেরকে আর্থিক পরিষেবা প্রদান করা।
WhatsApp-এর অন্যান্য বৈশিষ্ট্যের মত, পেমেন্ট ডিজাইনও জোরদার নিরাপত্তা এবং গোপনীয়তার নীতি অনুযায়ী করা হয়েছে, যেখানে প্রতিবার পেমেন্ট করার জন্য একটি ব্যক্তিগত UPI পিন লিখতে হবে। যারা iPhone ও Android অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন তারা এখন WhatsApp-এর পেমেন্ট ব্যবহার করতে পারবেন।
৬ নভেম্বর, ২০২০