১৭ অক্টোবর, ২০১৭
আজকে আমরা একটি নতুন বৈশিষ্ট্য চালু করতে যাচ্ছি যা আপনাদেরকে বন্ধু ও পরিবারের সাথে আপনার তাৎক্ষণিক অবস্থান শেয়ার করতে দেবে। বন্ধুদের সাথে দেখা করা বা প্রিয়জনকে জানানো যে আপনি নিরাপদ আছেন অথবা যাত্রাপথ শেয়ার করা - আপনার বর্তমানে কোথায় আছেন সেটি মানুষকে জানানোর সহজ ও নিরাপদ উপায় এই বৈশিষ্ট্যটি। দুই দিক থেকে এনক্রিপশানের মাধ্যমে নিরাপদ এই বৈশিষ্ট্য আপনাকে কার সাথে কতক্ষণ অবস্থান শেয়ার করবেন সেটি নিয়ন্ত্রণ করতে দেয়। আপনি যে কোন সময়ে শেয়ার করা বন্ধ করতে পারেন, অথবা শেয়ার করার সময় শেষ হওয়ার অপেক্ষাও করতে পারেন।
এটি কাজ করে এভাবে। যেই ব্যক্তি বা গোষ্ঠীর সাথে অবস্থান শেয়ার করতে চান সেই চ্যাটটি খুলুন। সংযুক্তি বোতামে "অবস্থান" চাপলে "বর্তমান অবস্থান শেয়ারের" একটি অপশন দেখতে পাবেন। কতক্ষণ সময়ের জন্য শেয়ার করতে চান সেটি পছন্দ করে পাঠিয়ে দিন আলতো চাপুন। চ্যাটের প্রত্যেকে মানচিত্রের মধ্যে আপনার তাৎক্ষণিক অবস্থান দেখতে পাবে। আর যদি একের বেশি মানুষ চ্যাটে তাদের বর্তমান অবস্থান শেয়ার করে তবে একই মানচিত্রে সবার অবস্থান দেখা যাবে।
বর্তমান অবস্থান বৈশিষ্ট্যটি Android এবং iPhone উভয়েই পাওয়া যাবে এবং আগামী সপ্তাহগুলোতে সেটি অ্যাপে পাওয়া যাবে। আশা করি আপনাদের এটি ভালো লাগবে।
১৭ অক্টোবর, ২০১৭