২ সেপ্টেম্বর, ২০২১
আপনার WhatsApp মেসেজ কেবলমাত্র আপনার। সেই কারণে আপনার ব্যক্তিগত WhatsApp মেসেজগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত করা হয় এবং সেগুলিকে অটোমেটিকভাবে আপনার চ্যাট থেকে অদৃশ্য করার উপায় আপনাকে দেওয়া হয়।
একটি অন্যতম ফিচার যেটার জন্য সবথেকে বেশি অনুরোধ এসেছিল, সেটা হল ফোন পাল্টানোর সময় একটি অপারেটিং সিস্টেম থেকে অন্য একটি অপারেটিং সিস্টেমে পূর্ববর্তী চ্যাট ট্রান্সফার করা। আমরা এটিকে নিরাপদ এবং নির্ভরযোগ্য তৈরি করার জন্য অপারেটিং সিস্টেম এবং ডিভাইস নির্মাতাদের সাথে কঠোর ভাবে পরিশ্রম করেছি।
আমরা আপনার WhatsApp-এর পূর্ববর্তী চ্যাটগুলো iOS থেকে Android-এ নিয়ে যাওয়ার ক্ষমতা চালু করতে পেরে আনন্দিত। এই প্রক্রিয়াটি আপনার ভয়েস মেসেজ, ফটো, ভিডিও সহ অন্যান্য মেসেজগুলো WhatsApp-এ না পাঠিয়েই করা হয়। শুরুতে, এই ফিচারটি Android 10 বা তার চেয়ে আপডেটেড Samsung ডিভাইসগুলোতে উপলব্ধ করা হয়েছে এবং শীঘ্রই অন্য Android ডিভাইসগুলোর জন্যও উপলব্ধ করা হবে।
আপনি নতুন ডিভাইস সেট-আপ করার সময়, আপনার পুরানো ডিভাইস থেকে নতুন ডিভাইসে আপনার চ্যাটগুলো নিরাপদে ট্রান্সফার করার সুযোগ পাবেন। এই প্রক্রিয়াতে আপনার একটা USB-C থেকে লাইটেনিং কেবল লাগবে। আরও তথ্য এখানে পাওয়া যাবে।
এতো সবে শুরু। আমরা এই বিকল্পটি আরও বেশি লোকেদেরকে তাদের পছন্দের প্ল্যাটফর্মগুলির মধ্যে স্যুইচ করার এবং তাদের চ্যাটগুলি নিরাপদে ট্রান্সফার করার সুবিধা দেওয়ার জন্য উপলব্ধ করার অপেক্ষায় আছি।
২ সেপ্টেম্বর, ২০২১