3 আগস্ট, 2021
বর্তমানে ফোনে ফটো বা ভিডিও তোলা আমাদের জীবনের একটা বড়ো অংশ হয়ে দাড়িয়েছে। তবে আমরা যা কিছু শেয়ার করি, সেই সবকিছুরই রেকর্ড ডিজিটাল মাধ্যমে স্থায়ী ভাবে থাকুক তা হয়তো আমরা চাই না। অনেক ফোনে সাধারণ একটা ফটো নিলেও, তা চিরকালের জন্য আপনার ক্যামেরা রোলে থেকে যাবে।
সেই কারণে, আজ আমরা নিয়ে এসেছি "ভিউ ওয়ান্স" ফটো ও ভিডিও যা একবার খোলা হলেই চ্যাট থেকে চলে যাবে। এটা ব্যবহারকারীকে নিজের গোপনীয়তার উপরে আরও বেশি নিয়ন্ত্রণ দেয়।
উদাহরণস্বরূপ, আপনি যেমন একটা স্টোরে গিয়ে নতুন কোনও জামা পরে একটা ভিউ ওয়ান্স ফটো পাঠাতে পারেন, মুহূর্তের মধ্যে একটা প্রতিক্রিয়া পেতে; অথবা সংবেদনশীল কোনও তথ্য যেমন Wi-Fi পাসওয়ার্ড পাঠাতে পারেন।
যেহেতু, WhatsApp-এ পাঠানো সমস্ত ব্যক্তিগত মেসেজ সহ ভিউ ওয়ান্স মিডিয়াগুলোও দুই দিক থেকে এনক্রিপ্ট করা থাকে, তাই WhatsApp নিজেও এগুলো দেখতে পাবে না। এছাড়াও এগুলো পরিষ্কারভাবে "ওয়ান-টাইম" আইকন দিয়ে চিহ্নিত করা থাকবে।
একবার মিডিয়াটি দেখা হয়ে গেলে, মেসেজটি "খোলা হয়েছে" হিসাবে দেখা যাবে, যাতে চ্যাটে সেই সময় কী ছিল তা বুঝতে অসুবিধা না হয়।
আমরা এই বৈশিষ্ট্যটি এই সপ্তাহ থেকে সবার জন্য নিয়ে আসছি এবং আমরা ব্যক্তিগত ও অদৃশ্য হয়ে যায় এমন মিডিয়া পাঠানোর এই নতুন বৈশিষ্ট্যটির বিষয়ে ফিডব্যাকের অপেক্ষায় রয়েছি।
এটা কীভাবে ব্যবহার করতে হয় তা এখানে জানতে পারবেন।
3 আগস্ট, 2021