১০ সেপ্টেম্বর, ২০১৮
সারা ভারতে প্রথমবারের মত JioPhone এর জন্য WhatsApp পাওয়া যাবে। বন্ধুবান্ধব ও পরিবারের সাথে যোগাযোগের জন্য মানুষকে একটি সহজ, নির্ভরযোগ্য এবং নিরাপদ উপায় প্রদান করতে JioPhone এর জন্য WhatsApp তার ব্যক্তিগত বার্তা আদান প্রদান অ্যাপের একটি নতুন সংস্করণ তৈরি করেছে, যা KaiOS অপারেটিং সিস্টেমে চলে।
নতুন অ্যাপটি দ্রুত ও নির্ভরযোগ্য বার্তা আদান প্রদান এবং ছবি ও ভিডিওগুলি পাঠানোর সক্ষমতাসহ WhatsApp এর সেরা বৈশিষ্ট্য অফার করে — যার সবগুলিই দুই দিক থেকে এনক্রিপ্ট করা হয়। কীপ্যাডে মাত্র দুই বার আলতো চেপে ভয়েস বার্তাগুলি রেকর্ড ও প্রেরণ করাও সহজ। শুরু করতে, JioPhone ব্যবহারকারীদের শুধুমাত্র তাদের ফোন নম্বর যাচাই করতে হবে এবং এরপর তারা অন্যান্য WhatsApp ব্যবহারকারীদের সাথে ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীতে চ্যাট করতে পারবেন।
আজ থেকে JioPhone অ্যাপস্টোরে WhatsApp পাওয়া যাবে। আপনি অ্যাপস্টোরে ভিজিট করে এবং ডাউনলোড এ ক্লিক করে JioPhone এবং JioPhone 2 উভয়টিতে WhatsApp ডাউনলোড করতে পারবেন।
১০ সেপ্টেম্বর, ২০১৮