নভেম্বর ১৪, ২০১৬
WhatsApp এ আমাদের সব সময়েই লক্ষ্য ছিল কিভাবে কত বেশি মানুষকে তাদের বন্ধু, পরিবার ও প্রিয়জনের সংস্পর্শে রাখতে সাহায্য করা যায়। তারমানে হল আমাদের এমন একটি প্রোডাক্ট তৈরি করতে হবে যা সরল এবং আপনি যেখানেই থাকেন না কেন, ব্যবহার করা সহজ। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম বার্তা এবং গোষ্ঠী চ্যাট দিয়ে। এরপরে আমরা যোগ করলাম ভয়েজ কলিং। এবং আমরা এমনভাবে এটা করেছি যেন তা পুরো বিশ্বের হাজারো ডিভাইস এবং প্লাটফর্মে ঠিকভাবে কাজ করে।
আজকে আমরা অতি আনন্দের সাথে মানুষকে একসাথে করার চেষ্টায় আমাদের পরবর্তী ধাপের কথা জানাচ্ছি - WhatsApp ভিডিও কলিং। কিছু দিনের মধ্যেই WhatsApp এর ১ বিলিয়নের বেশি ব্যবহারকারী তাদের Android, iPhone, এবং Windows ফোনের মাধ্যমে ভিডিও কল করতে পারবেন।
আমরা এই বৈশিষ্ট্যটি এনেছি কারণ আমরা জানি কখনো কখনো ভয়েজ এবং টেক্সট যথেষ্ট নয়। আপনার নাতির প্রথম পদক্ষেপ নেয়া দেখা, অথবা আপনার মেয়ে যে বিদেশে পড়াশুনা করে তার মুখ দেখতে পাওয়ার কোন বিকল্প নেই। এবং আমরা এই বৈশিষ্ট্যগুলি শুধু যাদের ব্যয়বহুল নতুন ফোন কেনার সামর্থ্য আছে, অথবা যারা এমন কোন দেশে বসবাস করে যেখানে সেলুলার নেটওয়ার্ক খুবই ভালো তাদের মধ্যে নয়, বরং সবার কাছে পৌঁছে দিতে চাই।
অনেক বছর ধরেই আমরা আমাদের ব্যবহারকারীদের কাছ থেকে ভিডিও কলিং এর অনুরোধ পেয়েছি, এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে অবশেষে আমরা আপনাদের কাছে এই বৈশিষ্ট্যটি উপস্থাপন করতে যাচ্ছি। WhatsApp ব্যবহার করার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আমরা কথা দিচ্ছি আপনাদেরকে আরও উন্নত সেবা দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাব।
নভেম্বর ১৪, ২০১৬