১ ফেব্রুয়ারি, ২০১৬
আজকের হিসেবে ১ বিলিয়ন মানুষ WhatsApp ব্যবহার করছে।
এরমানে পৃথিবীর প্রতি ৭ জনের ১ জন প্রতি মাসে তাদের বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ করতে WhatsApp ব্যবহার করছে।
এই সফলতায় আমরা গর্বিত, এবং যেসব অভিনব উপায়ে আপনারা WhatsApp ব্যবহার করেন তা দেখকে আমরা আনন্দিত। প্রাকৃতিক দুর্যোগের সময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে অথবা স্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থার কথা জানাতে, সঙ্গী খুঁজে পেতে, ছোটখাটো ব্যবসা চালাতে, বাগদানের আংটি কিনতে অথবা উন্নত জীবনের খোঁজে – আমরা সবার নিজের জীবন এবং আশেপাশের সবার জীবন উন্নত করার এসব গল্পের একটি ছোট অংশ হতে পেরে পুলকিত।
গত ৭ বছরের এসব অর্জন সত্ত্বেও, আমাদের মূল লক্ষ্য কখনোই পরিবর্তন হয় নি। WhatsApp শুরু হয়েছিল একটি সহজ আইডিয়ার মধ্যে দিয়ে: পৃথিবীর যে যেই অংশেই থাকুক না কেন, সবাই যেন বিনা খরচে কোন বাধা ছাড়াই একে অন্যের সাথে থাকতে পারে সেটি নিশ্চিত করা।
আমরা আমাদের অর্জন উদযাপন করার পাশাপাশি একই সময়ে আমাদের লক্ষ্য ঠিক রেখেছি। আমাদের টীম WhatsApp এর গতি, বিশ্বাসযোগ্যতা, নিরাপত্তা এবং সারল্য বজায় রাখতে সবসময় কাজ করছে। এতদূর আসতে পেরেছি বলে আমরা অত্যন্ত আনন্দিত। তবে এখন আবার আমাদের কাজে ফিরে যেতে হবে – কারণ পৃথিবীতে আরও ৬ বিলিয়ন মানুষ আছে যাদেরকে আমাদের WhatsApp এ আনতে হবে, এবং জন্য আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
১ ফেব্রুয়ারি, ২০১৬