৩১ অক্টোবর, ২০১১
এই সপ্তাহে যখন আমাদের পৃথিবীর জনসংখ্যা ৭ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার খবর আসল, সাথে মিল রেখে গতও সপ্তাহে WhatsApp ও একদিনে ১ বিলিয়নের বেশি বার্তা পাঠানোর মাধ্যমে নিজের একটি মাইলফলক পার করেছে। আমাদের গ্রহটিতে এখন ৭ বিলিয়ন মানুষ আছে সেটি জেনে WhatsApp এ আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী।
১ বিলিয়ন বার্তা আসলে কত? এরমানে হল প্রতি ঘণ্টায় ৪১,৬৬৬,৬৬৭ টি বার্তা, প্রতি মিনিটে ৬৯৪,৪৪৪ টি বার্তা এবং প্রতি সেকেন্ডে ১১,৫৭৪ টি বার্তা।
একদিনে ১ বিলিয়ন বার্তা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক আমাদের জন্য, সাথে আমাদের লক্ষ্যের দিকে আমরা আরেকটু এগিয়ে গেলাম: যেই হ্যান্ডসেটিি ব্যবহার করেন না কেন, সবগুলোর জন্যই একটি আন্তর্জাতিক বার্তার সিস্টেম উপহার দেওয়া।
আমাদের পণ্যের জন্য ভোক্তাদের আনুগত্য এবং আবেগে আমরা কৃতজ্ঞ, সত্যিই আপনারা ছাড়া এটি সম্ভব ছিল না।
৩১ অক্টোবর, ২০১১