৫ নভেম্বর, ২০২০
আজকাল, প্রায়ই WhatsApp-এর মেসেজ স্থায়ীভাবে আমাদের ফোনেই থেকে যায়। বন্ধু ও পরিবারের লোকজনের স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে দারুণ লাগে, কিন্তু আমাদের পাঠানো সবকিছুই চিরস্থায়ীভাবে রাখার মতো নয়।
আমাদের লক্ষ্য হলো WhatsApp-এর কথোপকথনকে মুখোমুখি কথা বলার মতো যতটা সম্ভব ব্যক্তিগত অনুভূতি প্রদান করা, অর্থাৎ এমন নয় যে তাদের চিরকালের জন্য পাশাপাশি থাকতে হবে। আর, এজন্যই আমরা WhatsApp-এ সাময়িক মেসেজ ব্যবহারের বিকল্পটি চালু করার বিষয়ে বেশ রোমাঞ্চিত।
সাময়িক মেসেজ চালু করার পর চ্যাটে পাঠানো নতুন মেসেজ ৭ দিন পর চলে যাবে, যার ফলে সেই চ্যাটে কথোপকথনের ভার হাল্কা হবে এবং আরও ব্যক্তিগত হবে। একক চ্যাটে যেকোনও একজন ব্যক্তি সাময়িক মেসেজ চালু বা বন্ধ করতে পারবেন। গ্রুপে শুধুমাত্র অ্যাডমিনের কাছে এর নিয়ন্ত্রণ থাকবে।
এখন আমরা ৭ দিন দিয়ে শুরু করছি কারণ আমাদের ধারনা যে এর থেকে মনে এই সান্ত্বনা থাকবে যে কথোপকথন আর স্থায়ী নয় আবার তার পাশাপাশি বাস্তবসম্মত থাকা যাতে আপনি ভুলে না যান যে কী বিষয়ে চ্যাট করছিলেন। কয়েক দিন আগে আপনি যে শপিং লিস্ট বা স্টোরের ঠিকানা পেয়েছেন সেগুলি আপনার প্রয়োজনের সময় উপস্থিত থাকবে এবং আপনার আর প্রয়োজন না হলে চলে যাবে। কীভাবে সাময়িক মেসেজ চালু করতে হয় সেই তথ্যসহ আরও বিস্তারিত আপনি এখানে পড়ে জানতে পারবেন।
আমরা আশা করছি লোকজন সাময়িক মেসেজ উপভোগ করবেন যা সকল ব্যবহারকারীর জন্য সবজায়গায় এই মাসে চালু করা হবে।