২৬ ফেব্রুয়ারি, ২০১৬
এই সপ্তাহের শুরুতে WhatsApp সাতে পা দিল। আজ অনেকটা পথ পেরিয়ে এসে অসাধারণ লাগছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা নিরাপত্তার বৈশিষ্ট্য আরও উন্নত করে তুলতে চাই যাতে আপনি আরও নিরাপদে নিজের প্রিয়জনের সাথে যোগাযোগ রাখতে পারেন।
অ্যানিভারসারির দিনে একটু সময় নিয়ে যদি আমরা পেছনে ফিরে দেখি। তাহলে ২০০৯ সালে WhatsApp এর শুরুর দিনগুলিতে মোবাইল ডিভাইস ব্যবহার করা লোকের মনোভাব অন্যরকম ছিল। Apple অ্যাপ স্টোরের বয়স তখন মাত্র কয়েক মাস। ঐ সময় প্রায় ৭০ শতাংশ স্মার্টফোনের অপারেটিং সিস্টেম BlackBerry এবং Nokia ছিল। Google, Apple এবং Microsoft এর মোবাইলের অপারেটিং সিস্টেম আজকের দিনে যেখানে ৯৯.৫ শতাংশ বিক্রি হচ্ছে সেই সময় ২৫ শতাংশের কম মোবাইল ডিভাইস বিক্রয় হতো।
আগামী সাত বছরে আমরা মোবাইল প্ল্যাটফর্ম যা লোকে বেশি ব্যবহার করে সেটি আরও উন্নত করার জন্য কাজ করব যাতে লোকজন সহজে এটি ব্যবহার করতে পারে। তাই, ২০১৬ সালের শেষ থেকে, এইসব মোবাইল প্ল্যাটফর্মে WhatsApp Messenger আর কাজ করবে না:
যদিও এই মোবাইল ডিভাইস আমাদের চলার পথের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আছে, তবুও আমাদের অ্যাপের বৈশিষ্ট্য আরও উন্নত করার জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন তা এগুলিতে পাওয়া যাবে না।
যদিও এই সিদ্ধান্ত নেওয়া আমাদের কাছে সহজ ছিল না তবুও WhatsApp এর ব্যবহারকারীদের প্রিয়জনের সাথে যোগাযোগ করার মাধ্যমকে আরও উন্নত এবং সহজ করতে এটি ছাড়া আমাদের কাছে অন্য উপায় ছিল না। আপনি যদি উপরের মোবাইল ডিভাইসের কোনও একটি ব্যবহার করে WhatsApp এর ব্যবহার চালিয়ে যেতে চান, তাহলে ২০১৬ সাল শেষ হওয়ার আগে নতুন Android, iPhone বা Windows Phone এ আপগ্রেড করে নিন।
আপডেট করুন: আপনি নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলিতে আর WhatsApp ব্যবহার করতে পারবেন না:
দ্রষ্টব্য: যেহেতু আমরা এই প্ল্যাটফর্মগুলি আর ডেভেলপ করছি না তাই এগুলির কিছু বৈশিষ্ট্য যেকোনও সময়ে বন্ধ হয়ে যেতে পারে।
সর্বশেষ আপডেট হয়েছে: ১৪ জুন, ২০১৯
২৬ ফেব্রুয়ারি, ২০১৬